শেষ আপডেট: 7th December 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: শীত আসার সঙ্গে সঙ্গে কয়েক দিন ধরে সঙ্গম করার সময় নিঃসৃত বীর্যের পরিমাণ আগের তুলনায় কম লাগছে? সারা বিশ্বেই পুরুষদের বীর্যে শুক্রাণুর মান কমে যাচ্ছে। সেই নিয়ে একাধিক গবেষণাও চালাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু দম্পতিদের সন্তান না হবার পেছনে এটি এমন একটি কারণ- যা নিয়ে আলোচনা হয় খুবই কম। মানসিক চাপ, ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিদ্রা পুরুষদের মধ্যে শুক্রাণু কমে যাওয়ার কারণগুলির মধ্যে অন্যতম।
বিশেষজ্ঞদের মতে, পুরুষরা যে-কোনও বয়সেই বাবা হতে পারেন, এটা খুব ভুল ধারণা। একটা নির্দিষ্ট সময়ের পর থেকে শুক্রাণুর পরিমান কমতে শুরু করে। তবে শীত আসার সঙ্গে সঙ্গে শুক্রাণুর ঘনত্বে প্রভাব পড়ে। চিন্তার কোনও বিষয় নেই। বিগত কয়েক দিন ধরে দেশ জুড়ে ক্রমশ কমতে শুরু করেছে তাপমাত্রা। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই পারদ অনেকটা নিচে।
চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা কমার কারণে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ হ্রাস পেতে শুরু করেছে। এমনটা যেমন খুব শীতেও হয়। তেমন প্রচণ্ড গরমেও হয়। তাপপ্রবাহ চলাকালীন কমে যায় বীর্যের ঘনত্ব। যা অনেক ক্ষেত্রেই পুরুষদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ম্যাচুরিটাস জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান কমতে থাকে। এখন প্রশ্ন হল কত বছর বয়স থেকে শুক্রাণু কমতে শুরু করে?
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ৪৫ বছরের পর পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা কমে যায়। সেই সব ব্যক্তি যদিও বা বাবা হতে পারেন, সেক্ষেত্রে সদ্যোজাত সন্তানের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, তাদের সঙ্গীদের গর্ভকালীন ডায়াবিটিস, প্রিক্ল্যাম্পসিয়া এবং সময়ের আগেই শিশুজন্মের মত সমস্যাও হতে পারে। যদি কোনও ব্যক্তির বয়স কম হওয়া স্বত্ত্বেও তাঁর শুক্রাণু কমে যায়, তাহলে তা শীতকালীন সমস্যা। সেই নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।