Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Rare Neurosurgery - Epilepsy

নতুন জীবন পেল কিশোর, বিরল নিউরো অস্ত্রোপচারে মৃগী সারল কলকাতার হাসপাতালে

কলকাতার হাসপাতালে এক দুর্লভ ও জটিল অপারেশনের সাহায্যে মৃগী রোগে আক্রান্ত এক কিশোরকে নতুন জীবন দিলেন নিউরো সার্জন ড. রথিজিৎ মিত্র।

নতুন জীবন পেল কিশোর, বিরল নিউরো অস্ত্রোপচারে মৃগী সারল কলকাতার হাসপাতালে

নতুন জীবন পেল কিশোর

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 21 May 2025 00:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (CMRI)-এ এক দুর্লভ ও জটিল অপারেশনের সাহায্যে মৃগী রোগে আক্রান্ত এক কিশোরকে নতুন জীবন দিলেন নিউরো সার্জন ড. রথিজিৎ মিত্র। রোগীটি জন্মের সময় হাইপক্সিক ব্রেন ইনজুরির শিকার হয়েছিলেন, যার ফলে তাঁর সেরিব্রাল পালসি ও গুরুতর মস্তিষ্কজনিত সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে একাধিক ওষুধ খাওয়ার পরেও তার মৃগী রোগ নিয়ন্ত্রণে আসছিল না।

ওই কিশোরের জন্য সাধারণ অস্ত্রোপচার ছিল একেবারেই ঝুঁকিপূর্ণ। ফলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন ভেগাস নার্ভ স্টিমুলেশন (VNS) নামক একটি দুর্লভ ও প্যালিয়েটিভ নিউরোসার্জারির। ড. মিত্র জানান, “এই প্রযুক্তিতে আমরা ঘাড়ের বাঁ পাশে ভেগাস নার্ভে একটি ইলেকট্রোড বসাই এবং তা কলারবোনের কাছে ত্বকের নিচে বসানো একটি পালস জেনারেটরের সঙ্গে যুক্ত করে দিই। এটি নিয়মিত বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে মস্তিষ্ককে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।”

অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সে হাসপাতাল থেকে একেবারে সুস্থ অবস্থায় ছাড়া পায়। ১৪ দিন পর ডিভাইসটিকে চালু করা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর সেটিং ঠিক করা হবে বলে চিকিৎসকরা জানান। রোগীর পরিবারকে প্রতিদিনের একটি রিপোর্ট রাখতে বলা হয়। চিকিৎসকদের মতে, যদিও VNS অপারেশনে খিঁচুনি পুরোপুরি বন্ধ হয় না। তবে আগের থেকে অনেকটাই কমে।

ড. মিত্র বলেন, “ভারতে এমন অপারেশন হাতে গোনা কিছু হাসপাতালে হয়। পূর্ব ভারতে তো আরও বিরল। এই এটি জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে।''


ভিডিও স্টোরি