শেষ আপডেট: 1st May 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: অ্যাস্ট্রাজেনেকার কোভিডের টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এমন দাবি করে ব্রিটেন আদালতে প্রথম মামলা হয়েছিল। এতদিন পর্যন্ত এই বিষয়টি নিয়ে 'রা' কাটেনি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। তবে সম্প্রতি তাঁরা মেনে নিয়েছে, তাঁদের ভ্যাকসিন নিলে বিরল সাইড এফেক্ট হতে পারে।
অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা, ভারতে যার নাম কোভিশিল্ড, সেই টিকার ডোজে বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে দেশজুড়ে। কারণে ভারতের বেশিরভাগ মানুষই এই টিকা নিয়েছিলেন। এই পরিস্থিতিতে এবার সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারটি খতিয়ে দেখতে আর্জি জানান হয়েছে শীর্ষ আদালতে।
বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা করেছেন। তাঁর দাবি, চিকিৎসকদের নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে কোভিশিল্ড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলির সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলি নিয়ে মূল্যায়ন করা হোক। একই সঙ্গে, যারা এই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়ার আর্জিও জানান হয়েছে। প্রসঙ্গত, ভারতে এই কোভিশিল্ড ভ্যাকসিন বানিয়েছিল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এসআইআই।
একাধিক অভিযোগ এবং মামলার পর অ্যাস্ট্রাজেনেকা যে বিষয়টি স্বীকার করেছে তা হল, এই টিকা যাঁরা নিয়েছেন তাঁদের মধ্যে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিতে পারে। আগেও ভ্যাকসিন নেওয়ার পর যে উপসর্গগুলো দেখা দিয়েছে তার নাম চিকিৎসার ভাষায় থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (TTS)। এমনকী রক্তে প্লেটলেট বা অনুচক্রিকাও কমতে দেখা গিয়েছে।
কোভিশিল্ডের সাইড এফেক্টের কথা স্বীকার করে অ্যাস্ট্রেজেনেকা অবশ্য এও জানিয়েছে, রোগীদের সুরক্ষাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা স্পষ্টভাবে সমস্ত ওষুধ এবং টিকার নিরাপত্তা সুনিশ্চিত করেছে। পাশাপাশি যারা টিকা নেওয়ার পর প্রিয়জনকে হারিয়েছেন অথবা শারীরিক সমস্যায় ভুগছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছে তাঁরা।
তাঁদের তৈরি ভ্যাকসিন যে একদমই নিরাপদ নয়, এই কথা বলছে না অ্যাস্ট্রেজেনেকা। তাঁরা বিবৃতি দিয়ে জানিয়েছে, “বিরল রোগ হওয়ার আশঙ্কা কম। খুব কমজনের মধ্যেই রোগের উপসর্গ দেখা গেছে। এটা একেবারেই বিরল ঘটনা। টিকায় কোনও গলদ নেই। সকলের জন্যই ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ।”