শেষ আপডেট: 11th January 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: অন্ত্রের ক্যানসার, যা বাওয়েল ক্যানসার হিসেবেও পরিচিত, সাধারণত বৃহদন্ত্রে শুরু হয়। ক্যানসার ঠিক কোথায় ছড়াচ্ছে তার ওপর ভিত্তি করে এটিকে কোলন ক্যানসার বা রেকটাল ক্যানসার বলা হয়। চিকিৎসকরা বলছেন, এই ধরনের ক্যানসার খুবই বিপজ্জনক, বিশেষত যদি প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ে। অনেক সময় মানুষ এই ক্যানসারের উপসর্গগুলো অর্শ বা পাইলস ভেবে ভুল করেন এবং ভুল চিকিৎসা শুরু হয়। যার ফল হয় আরও মারাত্মক।
অন্ত্রের ক্যানসার এবং অর্শের উপসর্গগুলি আসলে অনেকটা একই রকম। ফলে অনেকেই বুঝতে পারেন না আসলে কোনটা হয়েছে। মলদ্বার থেকে রক্তপাত বা মলদ্বারে মাংস জমে থাকা এর প্রাথমিক লক্ষণ। যা উভয় রোগের ক্ষেত্রেই দেখা দেয়। অর্শ সাধারণত ঘরোয়া চিকিৎসায় সেরে যায়, তাই বেশিরভাগ মানুষই প্রথমে এটি অর্শ ভেবে ভুল করেন। কিন্তু অর্শ হল মলদ্বারের ভিতরের শিরা ফুলে যাওয়া, যা কোষ্ঠকাঠিন্য বা শক্ত মলের কারণে হতে পারে। যখন এই শিরাগুলো ফেটে যায়, তখন রক্তপাত ও জ্বালা করে। তবে, অন্ত্রের ক্যানসার হলে শরীরের কোষগুলি হঠাৎ বৃদ্ধি পেতে থাকে।
অন্ত্রের ক্যানসারের লক্ষণগুলি কী কী?
চিকিৎসকরা বলছেন, প্রাথমিক লক্ষণ এগুলি কিন্তু এছাড়াও কিছু উপসর্গ থাকে। যা চিনতে পারলে এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে পারে। যেমন- ঘন ঘন প্রস্রাবের তাগিদ কিন্তু ঠিকমতো প্রস্রাব না হওয়া। এই লক্ষণগুলি যখন বেড়ে যায়, তখন শরীরে ক্যানসার কোষগুলির অস্বাভাবিভাবে বেড়ে যেতে শুরু করে।
যদি অন্ত্রের ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়ে, তাহলে এটি চিকিৎসায় সেরে যেতে পারে। তাই এমন সমস্যা দেখা দিলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।