শেষ আপডেট: 30th January 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: খাদ্যনালীর বিরল রোগ 'অ্যাকালেসিয়া'তে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন অম্লান মজুমদার ও রূপা নায়েক। খাবার গলাধঃকরণে সমস্যা, বমি না করে খাওয়া বা পান করা কঠিন হয়ে পড়েছিল তাঁদের জন্য। এই পরিস্থিতি তাঁদের শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল করে তুলেছিল।
মনিপাল হসপিটাল, ব্রডওয়ে আধুনিক পদ্ধতি 'POEM' (পেরোঅরাল এন্ডোস্কোপিক মায়োটমি) ব্যবহার করে তাঁদের নতুন জীবন দিয়েছে। এই পদ্ধতিতে খাবার গিলতে পারার ক্ষেত্রে কোনও পেশিতে সমস্যা থাকলে, তার সমাধান করা হয়। POEM পদ্ধতির সাহায্যে, তাঁরা এক নতুন জীবন পেয়েছেন, যেখানে আর কোনও শারীরিক অস্বস্তি বা চিন্তা নেই।
অম্লান মজুমদার, যিনি ১৮ মাস ধরে এই সমস্যায় ভুগছিলেন, বলেন, '১৮ জানুয়ারি POEM অস্ত্রোপচার করার পর থেকে উপসর্গ সম্পূর্ণ চলে গিয়েছে। এখন আমি সহজেই খেতে ও পান করতে পারি। আমি মনিপাল হসপিটালের চিকিৎসক ও দলের কাছে কৃতজ্ঞ।'
অন্যদিকে, ১৪ বছর বয়সী রূপা নায়েকও খাবার গলাধঃকরণে সমস্যা অনুভব করছিলেন। তাঁর মা, রিম্পা নায়েক, অনেক চেষ্টা করেও কোনও ভালো ফল পাননি। তবে মনিপাল হসপিটাল, ব্রডওয়ে আসার পর ডাক্তার সুজিৎ চৌধুরী এবং তাঁর দলের সহায়তায় রূপা POEM অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর রূপা বলেন, 'এখন আমি আর কোনো উদ্বেগ ছাড়াই আমার প্রিয় খাবার খেতে পারি। এটা আমার জন্য সত্যিই নতুন জীবন।'
ড. সুজিৎ চৌধুরী, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট, বলেন, 'POEM একটি অত্যাধুনিক পদ্ধতি, যা রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে পারে। এটি জীবন বদলে দেওয়ার মতো একটি প্রক্রিয়া।'
POEM পদ্ধতি রুগীদের জন্য একটি দীর্ঘস্থায়ী সমাধান, যেটি তাদের দ্রুত পুনরুদ্ধারের সুযোগ দেয়। এই পদ্ধতিতে রুগীর গলাধঃকরণের পেশি কেটে ফেলা হয়, যার ফলে খাবার গলাধঃকরণ প্রক্রিয়া স্বাভাবিক হয়। উভয় রোগী ৩ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদেরকে কিছুদিন তরল খাবার খেতে বলা হয়েছে, তারপর তাঁরা স্বাভাবিক খাবারে ফিরে যেতে পারবেন। POEM পদ্ধতির সাহায্যে, অম্লান ও রূপা আজ নতুন জীবন শুরু করেছেন, যেখানে তাঁরা আর কোনও শারীরিক সমস্যা ছাড়াই জীবনযাপন করতে পারছেন।