শেষ আপডেট: 4th February 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: যাঁরা আজ অবধি কখনও সিগারেট-বিড়ি ছুঁয়ে পর্যন্ত দেখেননি, তাঁদের মধ্যেই নাকি ফুসফুসের ক্যানসারের ঘটনা বাড়ছে। নতুন এক গবেষণায় এমনই শিউরে ওঠা তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে এর নেপথ্যে অন্যতম কারণ বায়ুদূষণ।
মঙ্গলবার বিশ্ব ক্যানসার দিবসে 'দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন' জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-সহ ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (IARC) গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ২০২২ ডেটাসেট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে চার রকমের ফুসফুসের ক্যানসারের ঘটনার কথা জানতে পেরেছেন, অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, ছোট এবং বৃহৎ কোষের কার্সিনোমা।
গবেষকরা দেখেছেন যে অ্যাডেনোকার্সিনোমা এমন একটি ক্যান্সার যা শ্লেষ্মা এবং পাচক গ্রন্থির মতো তরল উৎপন্নকারী গ্রন্থি থেকে শুরু হয়। পুরুষ এবং মহিলা দু'জনের মধ্যেই এই ক্যানসার প্রধান হয়ে উঠেছে।
২০২২ সালে বিশ্বজুড়ে কখনও ধূমপান না করাদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ৫৩-৭০ শতাংশ ক্ষেত্রে এই অ্যাডেনোকার্সিনোমাই দায়ী বলে দেখা গেছে। গবেষকরা ওই রিপোর্টে ব্যাখ্যা করেছেন যে, অন্যান্য উপ-প্রকারের ফুসফুসের ক্যান্সারের তুলনায়, অ্যাডেনোকার্সিনোমার ঝুঁকি, সিগারেট খাওয়ার সঙ্গে দুর্বলভাবে সম্পর্কিত বলে মনে করা হয়।
তাঁরা আরও লিখেছেন, "বিশ্বব্যাপী অনেক দেশে ধূমপানের প্রবণতা হ্রাস পাচ্ছে, তাই যারা কখনও ধূমপান করেননি তাঁদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার অনুপাত বেড়েছে।"
২০১৯ সালের পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় সবাই এমন এলাকায় বাস করেন যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেঁধে দেওয়া বাতাসের মানদণ্ড পূরণ হয় না। যা অত্যন্ত ভয়ঙ্কর।