শেষ আপডেট: 10th November 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: রোজকার কাজের ব্যস্ততায় শরীর চর্চা সেভাবে করা হয় না অনেকেরই। সময় নেই, এমন কথা আজকাল সকলের মুখেই শোনা যায়। শরীর চর্চা ছাড়া কীভাবে কমবে ওজন। সেই চিন্তায় ওজন কমানোর চেষ্টাই করে না অনেকে। কিন্তু পুষ্টিবিদরা বলছেন অন্য কথা। শরীর চর্চা ছাড়াও ওজন কমানো সম্ভব। যদি আপনিও এমন ভেবে থাকেন, তাহলে আপনাকেই পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ।
সময়ের অভাবে জিমে যাওয়া, যোগাভ্যাস বা দৌড়ানো, ব্যায়াম কিছুই সম্ভব হয় না, এমন মানুষের সংখ্যা কম নয়। এই পরিস্থিতিতে ওজন নিয়ন্ত্রণ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চাল বলছেন, এমন হলে ডায়েটেই মিটবে সমস্যা। শুধু মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়।
ভারসাম্য বজায় রেখে খাবার খেতে হবে
ব্যালেন্সড মিলের ওপর জোর দিচ্ছেন এই পুষ্টিবিদ। ঘাম না ঝড়িয়ে ওজন কমাতে চাইলে এমন ভাবে ডায়েট তৈরি করতে হবে যাতে সবজি ও শষ্য দানার মধ্যে সমতা বজায় থাকে। প্রতিদিন অন্তত দুটো করে ফল খেতে হবে। এছাড়াও প্রোটিন ঠিক কতোটা থাকছে ডায়েটে সেটার দিকেও নজর দিতে হবে। কারণ ক্যালোরি বার্ন করতে হলে প্রোটিনের প্রয়োজন।
শরীরকে হাইড্রেটেড রাখা
ওজন কমাতে গেলে শরীরে জলের ঘাটতি হলে চলবে না। জল কম খেলে বা শরীরে জলের ঘাটতি হলে খিদে পাবে বেশি। ফলে বাড়তি খাওয়া হয়ে যাবে। তাই জল বা পানীয় পর্যাপ্ত পরিমাণে খেতে হবে।
খাবার পরিমাণে নিয়ন্ত্রণ
ব্যায়াম না করে মেদ কমাতে সবার আগে যা দরকার তা হল খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ। বুঝে খাওয়া। পুষ্টিবিদ বলছেন, যদি কেউ বড় থালায় কম খাবার খেয়ে থাকেন। তাহলে তার আবার খাবার ইচ্ছে করতে পারে। তাই ছোট থালায় খাবার নিয়ে খেলে সেই বিষয়টা নাও হতে পারে।
স্ট্রেস নিয়ন্ত্রণ
রোগা-মোটা হওয়া, ওজন কমানো, সর্বোপরি শরীর ভাল থাকার পিছনে মানসিক স্বাস্থ্যের একটা বিরাট হাত থাকে। মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে অনেককিছুই সম্ভব। স্ট্রেসের ফলে কেউ অতিরিক্ত খাবার খেতে পারে আবার কেউ খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে। এতে সমস্যা হয়। তাই ওজন কমানো শুরু করলে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।
সবশেষে পুষ্টিবিদ বলছেন, শরীর চর্চার কোনও বিকল্প নেই। তবে, কারও তাতে সমস্যা থাকলে বা সময় হাতে না থাকলে এই মন্ত্রে ডায়েটেই কমিয়ে ফেলতে পারেন ওজন।