ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 11th March 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে প্রচারিত ডায়েটিং অনুসরণ করে, মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারালেন কেরলের কিশোরী। জানা গেছে, শ্রীনন্দা একটানা ছ'মাস ধরে কেবল জল খেয়ে বেঁচেছিলেন। শেষে তিনি 'অ্যানোরেক্সিয়া' নামের একটি অসুখে আক্রান্ত হন। মারাত্মক অপুষ্টিতে ধুঁকতে ধুঁকতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ভর্তির সময় ওই কিশোরীর ওজন মাত্র ২৪ কেজি ছিল।
ডায়েট অনেকেই করেন। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের যুগে চিকিৎসকদের কাছে যাওয়ার আগে নিজেরাই একবার গুগল করে সবটা দেখে নি। কিন্তু শ্রীনন্দার মৃত্যু প্রমাণ করছে, চিকিৎসকের পরামর্শে শরীর সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। সঙ্গে প্রশ্ন উঠছে এই 'অ্যানোরেক্সিয়া নারভোসা' অসুখটি আসলে কী।
জনস হপকিন্স মেডিসিনের মতে, অ্যানোরেক্সিয়া নারভোসা একটি গুরুতর মানসিক সমস্যা। এক্ষেত্রে ব্যক্তি নিজেকে মোটা ভাবতে শুরু করেন এবং ওজন কমানোর জন্য ডায়েট শুরু করেন। ফলে মারাত্মক পরিমাণে ওজন কমতে থাকে ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়।
কীভাবে বুঝবেন অ্যানোরেক্সিয়ায় ভুগছেন?
অ্যানোরেক্সিয়ার ফলে ঠিক কী হতে পারেয?
এর প্রভাব ভয়াবহ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতে, এটি সবচেয়ে প্রাণঘাতী মানসিক রোগগুলির মধ্যে অন্যতম। দীর্ঘদিন না খাওয়ার ফলে-
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যদি কারও অতিরিক্ত ওজন কমানোর মোহ থাকে আর খাবার না খেয়ে তা করতে চান, তাহলে বিপদ হতে পারে। পরিবারে এমন কেউ থাকলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। সময় মতো চিকিৎসা হলে এই সমস্যা কমানো সম্ভব।