শেষ আপডেট: 21st November 2024 18:58
দ্য ওয়াল ব্যুরো: একটি বিশেষ যন্ত্র। তার সাহায্যে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পান চিকিৎসকরা। আর তাই দেখে, দূরে বসেই ‘জয়স্টিক’-এর মাধ্যমে নিয়ন্ত্রণ করেন সবটা। ফলে বড় কাটাছেঁড়া না করেই, কয়েকটি ক্ষুদ্র ফুটোর মাধ্যমে করা হয়ে যায় কিডনি, মূত্রথলি, মূত্রাশয়ের অস্ত্রোপচার। আধুনিক এই চিকিৎসা পদ্ধতিকেই বলা হচ্ছে রোবোটিক সার্জারি (Robotic Surgery)।
আজকাল শল্য চিকিৎসার দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের সার্জারি। এর ফলে নামমাত্র কাটাছেঁড়া ও রক্তপাতে দ্রুত নিরাময় হয়। বড় শহরের পাশাপাশি জেলাতেও মিলছে শল্য চিকিৎসার অত্যাধুনিক এই সুবিধা।
এবার কলকাতার এইচপি ঘোষ হাসপাতাল প্রথম রোবোটিক-সহায়তায় মেরুদণ্ডের সার্জারি করল। বৃহস্পতিবার কলকাতার দ্য স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত এই ল্যান্ডমার্ক অনুষ্ঠানে মেরুদণ্ডের সার্জারির মেজোর-এক্স রোবোটিক সিস্টেম দেখানো হয়। অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে এই প্রথম স্পাইন সার্জারির ব্যবস্থা নিয়ে এল এই হাসপাতালই।
এইচপি ঘোষ হাসপাতাল এবং দ্য স্পাইন ফাউন্ডেশনের ডাক্তার সৌম্যজিৎ বসু, এমবিবিএস, এমএস (অর্থোপেডিকস), এফআরসিএস (এডিনবার্গ), ডিএনবি (অর্থোপেডিকস), ডাঃ ইন্দ্রজিৎ রায়, এমবিবিএস, এমএস (জেনারেল সার্জারি), এমসিএইচ (নিউরোসার্জারি), ডাঃ ত্রিনঞ্জন সারঙ্গী, এমবিবিএস, এমডি (অ্যানেস্থেসিওলজি) এবং এইচপি ঘোষ হাসপাতালের সিইও মিঃ সোমনাথ ভট্টাচার্য এই ল্যান্ডমার্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্য স্পাইন ফাউন্ডেশনের পরিচালক ও লিড স্পাইন সার্জন ডাঃ সৌম্যজিৎ বসু এবং এইচপি ঘোষ হাসপাতালের সিইও মিঃ সোমনাথ ভট্টাচার্য বলেন, 'এইচপি ঘোষ হাসপাতালে রোবোটিক-সহায়তায় মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্ভব। মেজোর-এক্স রোবোটিক সিস্টেমের সাহায্যে খুব সহজেই রোগীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এর জন্য প্রচুর রক্তপাত বা বড় করে কাটার প্রয়োজন নেই। একটা ছোট্ট ফুটোর মাধ্যমে এটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে অস্ত্রোপচার করা হবে।'
এই হাসপাতালে রয়েছে আরও অনেক সুবিধা। আধুনিক ডায়াগনস্টিক সরঞ্জাম যেমন ডিজিটাল এক্স-রে, ১২৮- স্লাইস সিটি, অ্যাডভান্সড এমআরআই, এবং ইলেক্ট্রোফিজিওলজি, রোবোটিক প্রযুক্তির সঙ্গে সঙ্গেই উন্নত হচ্ছে। উন্নত মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, নেভিগেশন, হাই-স্পিড ড্রিল, সি-আর্ম, ও-আর্ম, রোবোটিক এবং নিউরোমনিটরিং-সহ ৫টি মডিউলার অপারেটিং থিয়েটার-সহ আরও অনেক কিছু রয়েছে এই হাসপাতালে।
চলতি বছরের জানুয়ারি মাসে বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, তাঁর বাবার স্মৃতিতে সল্টলেকের সেক্টর থ্রিতে এই হাসপাতাল উদ্বোধন করেন। ৭৫ হাজার স্কোয়ার ফিট ফ্লোর এরিয়ার এই হাসপাতালে মোট ১০টি ফ্লোর রয়েছে। রোগের অনুসন্ধান, চিকিৎসা, অস্ত্রোপচার এবং পোস্ট অপারেটিভ কেয়ারের সমস্ত ব্যবস্থা রয়েছে এই হাসপাতালে।