শেষ আপডেট: 16th January 2025 20:36
দ্য ওয়াল ব্যুরো: কোষ্ঠকাঠিন্য অনেকের জীবনেই একটা বড় সমস্যা। প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। এই সমস্যা একাধিক কারণে হতে পারে। চিকিৎসকরা বলছেন, মূলত জল কম খাওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, অ্যালকোহল পান করা, অতিরিক্ত খাবার খাওয়া, খাদ্য তালিকায় ফাইবারের অভাব, প্রচুর পরিমাণে মাংস খাওয়া, ধূমপান ও শারীরিক অনুশীলনের অভাবের ফলে এই সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্য সারিয়ে না তুললে পাইলস হয়ে যেতে পারে। এই রোগ কমানোর ঘরোয়া কিছু উপায় রইল 'দ্য ওয়াল'-এ।
পর্যাপ্ত জল খেতে হবে
জল খেলে হজম ভাল হয়। ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয় না। শীতকালে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া হয় না বলে সমস্যা বেশি হয়। তাই সবসময় জলটা মেপে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ফাইবার রয়েছে এমন খাবার ডায়েটে থাক
ফাইবার খাবার হজম করতে সাহায্য করে। ফলে পেটের সমস্যা কম হয়। ফাইবার যুক্ত খাবার খেলে তাই কোষ্ঠকাঠিন্য কমতে পারে। কারও কোষ্ঠকাঠিন্য থাকলে ওষুধের পাশাপাশি ফাইবার যুক্ত খাবার খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।
এক্সারসাইজ মাস্ট
গবেষণায় দেখা গেছে, ব্যায়াম কোষ্ঠকাঠিন্যর উপসর্গ কমায়। ফলে প্রতিদিন অল্প হলেও ওয়ার্কআউট দরকার।
প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস খান
প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস গাট হেলথ ভাল রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রিবায়োটিকসের উৎস হিসেবে রসুন, পেঁয়াজ, কলা, আপেল এবং ওটস খেতে পারেন। প্রোবায়োটিকসের উৎস হিসেবে দই, কিমচি, ক্যানজি, কম্বুচা ও আচার খেতে পারেন।
প্রুন (এক ধরনের বেরি জাতীয় ফল)
প্রুনের একাধিক গুণ রয়েছে যার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করা অন্যতম। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও সোর্বিটল থাকে, যা প্রাকৃতিক ল্যাক্সেটিভের মতো কাজ করে। প্রুন ফ্রুট স্যালাড বা ওটসের সঙ্গে খাওয়া যেতে পারে। প্রুনের জ্যুসও খাওয়া যেতে পারে।
আর কোন উপায়ে কমাতে পারবেন কোষ্ঠকাঠিন্য?