শেষ আপডেট: 13th October 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে চারপাশে বেড়ে চলেছে হৃদরোগের মতো সমস্যা। এই রোগে আক্রান্ত হয়ে মত্যু হওয়ার ঘটনা নেহাতই কম নয়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, পুরুষের পাশাপাশি মহিলাদেরও হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা বেড়েছে। তারও আবার বয়স নির্ধারণ করা হয়েছে। দেখা যাচ্ছে, ৪০ পেরলেই ঝুঁকি বেড়ে যায় অনেকটা। তাই আগে থেকে সতর্ক হয়ে যাওয়াই উচিত।
দেখা যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ গুলি পুরুষদের তুলনায় বেশ কিছুটা অন্যরকম। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময় শরীরে হরমোনের ঘটে। ফলে তার প্রভাব পড়ে সোজা হার্টের উপর।
হার্ট অ্যাটাকের ঠিক আগের মুহুর্তে অনেক সময়ে ঘাড়, পিঠ, হাত এবং চোয়ালে ব্যথা শুরু হয়। তবে তা যে শুধুই মহিলাদের ক্ষেত্রেই হয় এমনটা নয়। এই লক্ষণ পুরুষ ও মহিলা ভয়ের ক্ষেত্রেই দেখা দিতে পারে। বুকে ব্যথার পাশাপাশি শ্বাস নিতেও সমস্যা হতে পারে।
অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের কারণেও হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে রয়েছে ধূমপান, শরীরচর্চা না করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ এর মতো কারণগুলি।
অনেক সময় দেখা গিয়েছে সামান্য বমি বমি ভাব থেকেও, হার্ট অ্যাটাক হয়েছে। অনেক ক্ষেত্রে হজমে সমস্যা বেড়ে যাওয়া, গ্যাসট্রোইনটেস্টিনাল সমস্যা দেখা দেওয়া এই সব কিছুই হার্ট অ্যাটাকেরই লক্ষণ। অত্যধিক ক্লান্ত লাগলে বা বিশ্রাম নেওয়ার পরেও সেই ক্লান্তি না কাটলে তা হৃদরোগের বড় লক্ষণ হতে পারে।
তফাৎ এখানেই...
তবে পুরুষদের মতো মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ সেইভাবে দেখা দেয় না। তাই অনেক ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত আগে থেকেই। কোনও রকম সমস্যা হলে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব প্রয়োজন।