শেষ আপডেট: 10th February 2024 21:11
দ্য ওয়াল ব্যুরো: টানা টানা আয়ত চোখের আকর্ষণ সব মেয়েরই আছে। আর সাজতে বসলে চোখের মেকআপটা খুবই গুরুত্বপূর্ণ। এখন নানারকম আইলাইনার, মাস্কারা বেরিয়েছে। চোখের পাতা লম্বা-ঘন দেখাতে আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করছেন অনেকেই। মাস্কারা ছাড়া টান টান ও সুন্দর চোখের পাতা পাওয়ার সহজ উপায়ই হল আইল্যাশ এক্সটেনশন। আর এখানেই হচ্ছে গন্ডগোলটা। চোখ সুন্দর করতে গিয়ে বিপদে পড়ছেন মেয়েরা। আইল্যাশ এক্সটেনশনের কত যে পার্শ্বপ্রতিক্রিয়া এবং তার থেকে যে কত রকম চোখের সংক্রমণ হতে পারে সে নিয়ে সতর্ক করছেন দিশা আই হসপিটালের ক্যাটারাক্ট এবং পেডিয়াট্রিক অপত্যালমোলজির কনসালট্যান্ট অপথ্যালমোলজিস্ট ডা. আঁচল মিত্র।
আইল্যাশ এক্সটেনশনের প্রধান উপকরণ হল সিনথেটিক, ফক্স মিঙ্ক কিংবা সিল্ক ফাইবার। ডা. আঁচল বলছেন, আইল্যাশ এক্সটেনশনে নানারকম রাসায়নিক থাকে যার মধ্যে রয়েছে ল্যাটেক্স, সেলুলোজ গাম, সায়ানোঅ্যাক্রিলেটস, বেঞ্জোয়িক অ্যাসিড, ফর্মালডিহাইড। আইল্যাশ এক্সটেনশন রিমুভারেও থাকে রাসায়নিক—প্রপাইলিন গ্লাইকল ও ফর্মালডিহাইড।
আইল্যাশ এক্সটেনশনের কী কী সাইড এফেক্টস হতে পারে—
১) অনেকে না জেনেই আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করেন। এতে কী ধরনের জেল ব্যবহার করা হচ্ছে, কেমন আঠা দেওয়া হচ্ছে, ভালভাবে স্যানিটাইজ করা হচ্ছে কিনা, এসব না জেনেই নকল চোখের পাতা ব্যবহার করছেন মেয়েরা। এমনকী আইল্যাশ রিমুভ করার সময়ও সঠিক পদ্ধতি মানা হচ্ছে না। যার ফলে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে দ্রুত। চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে, জ্বালা করছে এবং ধরা পড়ছে চোখের রোগ। আইল্যাশ এক্সটেনশন থেকে সাবকনজাংটিভাল হেমারেজ ও কনজাংটিভাল ড্যামেজ হচ্ছে।
২) আইল্যাশ এক্সটেনশনের আঠা, আইল্যাশ টেপ ও আইল্যাশ রিমুভার থেকে চোখে অ্যালার্জিজনিত নানা সংক্রমণ হচ্ছে। ডা. আঁচল বলছেন, অনেক মেকআপ আর্টিস্টউ সার্জাক্যাল আঠা ব্যবহার করেন না। সস্তা রাসায়নিক দিয়ে তৈরি আইল্যাশ এক্সটেনশনের আঠা ও জেল থেকে কেরাটোকনজাংটিভাইটিস, কনট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে অনেকের।
৩) আইল্যাশ রিমুভারে এমন রাসায়নিক থাকে যা থেকে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্থ হয়।
৪) ডা. আঁচল বলছেন, বাজারে যে নকল চোখের পাতা পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগেরই আঠায় থাকে প্যারাবেন, অ্যামোনিয়া, ফর্মালডিহাইড, লেডের মতো রাসায়নিক। দিনের পর দিন আইল্যাশ এক্সটেনশন ব্যবহার করলে ত্বকে চুলকানি, ফোলাভাব, ফুসকুড়ি হতে দেখা যায়।
৫) আইল্যাশ এক্সটেনশন থেকে ব্লেফ্যারাইটিসের মতো চোখের সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। ব্লেফ্যারাইটিস হল চোখে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ। চোখ ফুলে যায়, মারাত্মক চুলকানি হয়, অনবরত চোখ থেকে জল পড়তে থাকে। মাস্কারা, আইল্যাশ এক্সটেনশন থেকে চোখের এমন সংক্রমণ হতে পারে। যদি সংক্রমণ বাড়ে তাহলে চোখের কর্নিয়ার ক্ষতি হতে পারে।
আইল্যাশ এক্সটেনশন থেকে সংক্রমণ হলে কী করতে হবে?
১) ভাল করে চোখ ধুয়ে নিতে হবে
২) প্রতিদিন পরিষ্কার জলে চোখ ধুতে হবে। আইল্যাশ এক্সটেনশন রিমুভার ব্যবহার করার পরেও দেখে নিতে হবে যাতে চোখের পাতায় আঠা লেগে না থাকে।
৩) চোখে হাত দেওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিন। অপরিষ্কার হাত চোখে দিলে বিপদ বাড়বে।
৪) পরিষ্কার সুতির কাপড়ে মাইল্ড ক্লিনসার নিয়ে ভাল করে চোখ, চোখের পাতা মুছে ফেলুন।
৫) অনেক সময় চোখের মেকআপ ঠিক মতো তোলা হয় না। আই লাইনার বা মাস্কারা লেগে থাকে চোখে। সেইসবও চোখে ঢুকে কর্নিয়ার ক্ষতি করতে পারে।
৬) চোখে অতিরিক্ত জ্বালা বা যন্ত্রণা হলে স্টেরয়েড আইড্রপ প্রেসক্রাইব করেন ডাক্তাররা। তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই আইড্রপ ব্যবহার করা উচিত।