শেষ আপডেট: 30th January 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: গুলেন বারি সিন্ড্রোম (GBS) একটি 'অটোইমিউন ডিসঅর্ডার', যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা নিজেই স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ চালায়। এই রোগে গা-হাত-পা অবস হয়ে যাওয়া, ব্যথা, দুর্বলতা এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে মাথাব্যথা ও জ্বর-এর মতো উপসর্গও দেখা যায়। সময়মতো চিকিৎসা না হলে রোগীর অবস্থা গুরুতর হতে পারে, এমনকি পক্ষাঘাতগ্রস্ত হওয়ারও ঝুঁকি থাকে।
গুলেন বারি সিন্ড্রোমের চিকিৎসা কী?
দিল্লির মেট্রো হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ডাঃ নীরজ কুমার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই রোগের চিকিৎসায় মূলত দু'টি পদ্ধতি অনুসরণ করা হয়—
১. ইমিউনোগ্লোবুলিন থেরাপি
- এই পদ্ধতিতে রোগীর শরীরের ওজন অনুযায়ী ৫ দিন ধরে ইনজেকশন দেওয়া হয়।
- সাধারণত, প্রতিদিন ৪-৬টি ইনজেকশন প্রয়োজন হয়।
- প্রতিটি ইনজেকশনের খরচ প্রায় ১৫,০০০ টাকা হওয়ায় চিকিৎসা ব্যয়বহুল।
২. প্লাজমাফেরেসিস (Plasmapheresis)
- এটি ডায়ালিসিসের মতো একটি চিকিৎসা পদ্ধতি, যা রোগীর রক্তের প্লাজমা পরিবর্তন করে ক্ষতিকর অ্যান্টিবডি দূর করে।
- পুরো চিকিৎসা ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
- এই প্রক্রিয়ার আনুমানিক খরচ ২ থেকে ২.৫ লক্ষ টাকা।
সুস্থ হতে কত সময় লাগে?
গুলেন বারি সিন্ড্রোম সাধারণত ২-৩ সপ্তাহ স্থায়ী হয়। চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হতে ৩-৪ সপ্তাহ সময় লাগতে পারে। সময়মতো চিকিৎসা শুরু করা হলে ৬০-৭০ শতাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
তবে, কিছু ক্ষেত্রে রোগের অবস্থা গুরুতর হলে ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হতে পারে, এমনকি রোগী মৃত্যুমুখেও পৌঁছাতে পারেন। তাই চিকিৎসকরা জোর দিয়ে বলছেন, যে কোনও উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি।