আক্কেল দাঁত নিয়ে ভোগেননি এমন মানুষ খুব কম আছে। যন্ত্রণা, খেতে না পারা, ফুলে যাওয়ার পাশাপাশি অনেকে ইনফেকশনেও ভুগতে থাকেন।
আক্কেল দাঁত থেকে হতে পারে ক্যানসার?
শেষ আপডেট: 16 May 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: আক্কেল দাঁত (wisdom tooth) নিয়ে ভোগেননি এমন মানুষ খুব কম আছে। বছরের পর ধরে এই দাঁতের সমস্যা নিয়ে জেরবার হয়ে পড়েন কমবেশি সকলেই। যন্ত্রণা, খেতে না পারা, ফুলে যাওয়ার পাশাপাশি অনেকে ইনফেকশনেও (infection) ভুগতে থাকেন। আক্কেল দাঁত ঠিকমতো বেরনোর জায়গা না পেলে এইরকম নানা সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে আক্কেল দাঁত থেকে হতে পারে ক্যানসার।
আসলেই কি আক্কেল দাঁতের সঙ্গে মুখের ক্যানসারের (oral cancer) কোনও সম্পর্ক আছে? কী বলছেন বিশেষজ্ঞরা?
ড. নন্দিতা মোহনের (দিল্লির সঞ্জীবন হাসপাতালের পেডিয়াট্রিক ডেন্টিস্ট) কথায়, ‘আক্কেল দাঁত থেকে গ্রোথ হতে পারে বা ইনফেকশনের সম্ভাবনা থাকে। কিন্তু তা থেকে ক্যানসার হবেই বা হতে পারে- এমন তথ্যের কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। অনেকসময় আক্কেল দাঁত থেকে ইনফ্লেমেশন হয়, যা প্রচণ্ড কষ্টদায়ক। কিন্তু মুখের এবং দাঁতের সঠিক যত্ন নিলে তা এড়ানো বা ঠিক করা সম্ভব। নিয়মিত তামাকের ব্যবহার, মদ্যপান বা HPV ইনফেকশন থেকে ক্যানসার হতে পারে, তার বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে, কিন্তু আক্কেল দাঁত থেকে হয় না। তবে ক্রমাগত ইনফেকশন বা ইনফ্লেমেশন থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় না, কিন্তু তা শুধু আক্কেল দাঁতের জন্য ন্য- শরীরের যে কোনও টিস্যুতেই হতে পারে।’
আক্কেল দাঁত ঠিকমতো জায়গা না পেলে ডাক্তার অনেকসময় সেই দাঁত পরীক্ষা করে তুলে ফেলার পরামর্শ দেন। তা ক্যানসারের সম্ভাবনার জন্য নয়, দাঁতের সঠিক গঠনকে স্বাভাবিক রাখা বা যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য।
সাম্প্রতিককালের কোনও গবেষণাই প্রমাণ করতে পারেনি যে আক্কেল দাঁতের সঙ্গে ক্যানসারের সরাসরি কোনও যোগাযোগ রয়েছে। অতএব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই রিলের বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা।
তথ্যসূত্র: মেডিক্যাল ডায়লগস