শেষ আপডেট: 11th April 2025 21:24
দ্য ওয়াল ব্যুরো: বিছানায় সঙ্গীকে খুশি করতে কে না চান! দীর্ঘসময় ধরে উত্তেজনা ধরে রাখা যে কোনও পুরুষের কাছেই স্বপ্নের মতো। কিন্তু কোনও মহিলার পুরুষসঙ্গী কতটা সময় উত্তেজিত থাকবেন, তার স্বাভাবিক বা অস্বাভাবিক এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তাও তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই।
ডিজিটাল যুগে সবকিছুর সমাধানই মানুষ সোশ্যাল মিডিয়ায় খোঁজেন। এমন এক ‘গোপন সমস্যা’র সমাধান হিসেবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ভাইরাল এক পোস্ট। সেখানে বলা হচ্ছে, ৪-৫টা কাজু, এক চামচ ছোলা, হাফ চামচ সাদা তিল, গুড়, মধু একসঙ্গে এক গ্লাস দুধে মিশিয়ে খেলে তা বেশিক্ষণ ধরে বিছানায় সঙ্গীকে খুশি রাখতে সাহায্য করবে আপনাকে। কিন্তু সত্যিই কি তাই?
বিশেষজ্ঞরা কী বলছেন এই নিয়ে? এই পোস্টের কি কোনও সত্যতা আছে?
এককথায়, না। এরকম কোনও ম্যাজিক খাবারের অস্তিত্ব ডাক্তারদের জানা নেই, যা রাতারাতি এবং সরাসরি বেডরুমে স্ট্যামিনা বাড়াতে পারবে। এই পানীয়তে থাকা প্রতিটি উপাদান নিঃসন্দেহে স্বাস্থ্যকর, এতে থাকে হেলদি ফ্যাট, প্রোটিন, কার্ব। কিন্তু একসঙ্গে মিশিয়ে খেলে তা দীর্ঘসময় ধরে উত্তেজনা ধরে রাখতে সাহায্য করবে, এমন দাবির কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই।
যৌনক্ষমতা যে কোনও একটা নয় বরং দুই বা ততোধিক ফ্যাক্টর তথা শারীরিক ফিটনেস, হরমোন, মানসিক পরিস্থিতি, এনার্জি এইসবের ওপর নির্ভর করে। স্বাস্থ্যকর খাবার আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে ঠিকই, কিন্তু স্ট্যামিনা বাড়াতে পারে না।
বিশেষজ্ঞদের কথায়, শীঘ্রপতনের ক্ষেত্রেও এই পানীয়ের কোনও ভূমিকা নেই আলাদা করে।
দিল্লির এক সেক্সোলজিস্ট যোগেশ ট্যাণ্ডনের কথায়, ‘এই পানীয় আপনি খেতেই পারেন, তবে তা আপনার শরীরে পুষ্টি জোগাবে, স্বাস্থ্যের জন্য এটা উপকারী। শীঘ্রপতন বা দীর্ঘসময় ধরে উত্তেজনা ধরে রাখার ক্ষেত্রে এই পানীয় কোনও সাহায্য করতে পারে না।’
এই দাবির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না থাকলেও কেন মানুষ এই ধরনের জিনিসে বিশ্বাস করেন? এর একটা বড় কারণ হল, কাজু, ছোলা, সাদা তিল, গুড়, মধু, দুধ- এই পানীয়তে থাকা প্রতিটি উপাদান স্বাস্থ্যকর। এতে শরীরে এনার্জিও আসে। তাই মানুষের মনে এই বিশ্বাস জন্মায় যে এর ফলে বেডরুমেও স্ট্যামিনা বাড়ানো সম্ভব।
ডাক্তারদের কথায়, এইসব দাবি সম্পূর্ণ মিথ্যা। যদি আপনার মনে হয়ে থাকে আপনি দীর্ঘসময় ধরে উত্তেজনা ধরে রাখতে পারছেন না, অবিলম্বে বিশেষজ্ঞের পরামর্শ নিন।