শেষ আপডেট: 17th January 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলা হচ্ছে যে, খালি পেটে আমলকি খেলে ব্লাড সুগারের মতো সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তবে ফ্যাক্ট চেক করার পর জানা গিয়েছে, এই দাবি বেশিরভাগ ক্ষেত্রে ভুল। অর্থাৎ যারা দিনের পর দিন আমলকি খাচ্ছেন, ব্লাড সুগার থেকে রেহাই পাবেন বলে, তাদের সত্যিটা জেনে নেওয়া প্রয়োজন।
আমলকি কি রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমিয়ে দেয়?
খালি পেটে আমলকি খেলে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যায়, এমনটা প্রমাণ হয়নি। আমলকি, যা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টস এবং উপকারী উপাদানে ভরপুর। এটি রক্তে গ্লুকোজের মাত্রা সামান্য কমতে পারে। তবে তা মোটেই হঠাৎ করে নয়। দীর্ঘদিন খাওয়ার পরে কমবে।
ডা. স্বাতী দাভে, পিএইচডি ইন ফুড অ্যান্ড নিউট্রিশন বলেন, 'আমলকির মধ্যে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনলস থাকে, যা ইনসুলিনের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিন্তু এটি খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা তাড়াতাড়ি কমানোর সম্ভাবনা নেই।'
এটি কি ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে?
যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য আমলকি ভাল। তবে, যদি তারা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেশন করেন, তবে আমলকি সেগুলির কার্যকারিতা আরও বাড়িয়ে দিতে পারে। তবে এটি হঠাৎ গ্লুকোজের মাত্রা না কমিয়ে ধীরে ধীরে কমিয়ে দেবে।
আমলকি খাওয়ার সঠিক উপায়:
আমলকি খাওয়ার সঠিক উপায় হল, এটি মডারেশন বা সামান্য পরিমাণে খাওয়া। এটি কাঁচা, রস বা সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া যেতে পারে। খাবারের সঙ্গে আমলকি খেলে বেশি উপকারীতা পাওয়া যাবে।