শেষ আপডেট: 7th December 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে শাড়ি। দেশের প্রায় সব মহিলা শাড়ি পরেন। সমস্ত বয়সের মেয়েরাই শাড়ি ভালবাসেন। তবে, সম্প্রতি শাড়ি নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট হইচই ফেলেছে।
শাড়ি আসলে অজান্তেই আপনার জীবনে ডেকে আনছে বিপদ! আপনি হয়তো কল্পনাও করেননি কখনও। গবেষণা বলছে, শাড়ি পরার ফলে, বিশেষ করে পেটিকোট পরার ফলে মহিলাদের হতে পারে ক্যানসার।
এই মারণ রোগকে ভয় পায় প্রায় সকলেই। এর থেকে দূরে থাকারও একাধিক নিয়ম মানা হয়। কিন্তু আপনি কি জানতেন পোশাকের জন্য হতে পারে ক্যানসার? ওই গবেষণা বলছে, শাড়ি পরার কারণে স্কিন ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
শাড়ি পরলে কীভাবে হতে পারে ক্যানসার?
অনেক ভারতীয় মহিলাই শাড়ি পরার সময় পেটিকোট খুব শক্ত করে বাঁধেন, যার ফলে পেটের ওপর প্রচণ্ড চাপ পড়ে। এই চাপ ও দীর্ঘক্ষণ কাপড়েক সঙ্গে স্কিন ঘষা খাওয়ার পর স্কিনের ক্ষতি হয়। সেখান থেকে স্কিনে ক্যানসারের কোষ তৈরি হতে পারে।
গবেষকরা এর নাম দিয়েছেন 'পেটিকোট ক্যানসার।' তাঁদের কথায়, অতিরিক্ত শক্ত করে পেটিকোট বাঁধার কারণে স্কিনে ঘষা লাগে, রক্ত জমে যায়। রোজ এমন হতে থাকলে তা মারাত্মক আকার নিতে পারে।
সম্প্রতি একটি প্রতিবেদনে দুই বৃদ্ধার উদাহরণ উল্লেখ করা হয়েছে, যাদের বয়স ৭০ ও ৬০ এর কাছাকাছি। দেখা গিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে শাড়ি পরার সময় পেটিকোট খুব শক্ত করে বাঁধতেন।
প্রথম ঘটনায়, ৭০ বছরের ওই বৃদ্ধার স্কিনে মার্জোলিন আলসার (এক ধরনের স্কিন ক্যানসার) হয়। সাংবাদিককে তিনি বলেন, 'আমি বহুকাল ধরে শক্ত করে পেটিকোট পরতাম। কখনও ভাবিনি এর জন্য আমার এমন কিছু হতে পারে। প্রথমে স্কিনে অ্যালার্জির মতো সমস্যা হয়। তারপর স্কিন পাল্টাতে থাকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আলসার হয়েছে। যা পরবর্তীতে ক্যানসারে পরিণত হয়।'
দ্বিতীয় ক্ষেত্রে ৬০ বছর বয়সী বৃদ্ধা পেটিকোট ছাড়াই শাড়ি পরতেন। কিন্তু তাঁরও মার্জোলিন আলসার হয়। পরে তা লিম্ফ নোডে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে শাড়ি খুব শক্ত করে বাঁধার জন্যও এমন হতে পারে।
কীভাবে বাঁচবেন এই ক্যানসার থেকে?
বিশেষজ্ঞরা বলছেন, খুব শক্ত করে শাড়ি বা পেটিকোট বাঁধা উচিত নয়। হালকা করে এই ঝুঁকি এড়ানো যেতে পারে। শুধু পেটিকোট নয়, কোমরে কোনও কিছুই খুব টাইট পরা ঠিক নয়। ইলাস্টিক খুব টাইট হলেও সমস্যা হতে পারে।