শেষ আপডেট: 14th January 2025 21:30
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সিএমআরআই হাসপাতালের নিউরোসার্জন ডা. অমিতাভ চন্দা এক বিরল মস্তিষ্কের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। ২৭ বছর বয়সী এক মহিলা, যিনি মাথাব্যথা ও ভারসাম্য হারানোর সমস্যায় ভুগছিলেন, তাঁর মস্তিষ্কের গভীর অংশ থেকে একটি বড় টিউমার বের করা হয়েছে।
টিউমারটি মস্তিষ্কের স্টেমে ছিল, যা শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন এবং চলাফেরা নিয়ন্ত্রণ করে। টিউমারটি মেনিনজিওমা ধরনের এবং এটি এমন জায়গায় হয়েছিল, যার অপারেশন করা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেছিলেন ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, এই ধরণের টিউমার খুবই বিরল।
অপারেশনটি ২০২৪ সালের ২৭ ডিসেম্বর হয় এবং এটি প্রায় সাত ঘণ্টা ধরে চলে। টিউমারটি খুব শক্ত হওয়ায়, ধীরে ধীরে সেটি ছোট করে বের করতে হয়েছে যাতে মস্তিষ্কের কোনও গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত না হয়। অপারেশনের পর রোগী এখন সুস্থ হয়ে উঠছেন।
অপারেশনের পরে রোগীর নিয়মিত চেকআপ এবং সিটি স্ক্যান করা হচ্ছে, যাতে তাঁর মস্তিষ্কের কোনও নতুন সমস্যা দেখা না দেয়। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের পরে রোগীর মস্তিষ্কে আর কোনও টিউমারের চিহ্ন পাওয়া যায়নি, যা একটি অত্যন্ত খুশির খবর। তাঁরা আরও বলেছেন যে, রোগী যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারে, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে।
রোগীর বর্তমান অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। পরিবারের সদস্যরাও এই উন্নতিতে সন্তুষ্ট এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। সিএমআরআই হাসপাতালের টিম তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেছেন, যা রোগী ও তাঁর পরিবারের জন্য এক বড় স্বস্তির বিষয়।