শেষ আপডেট: 29th January 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সিএমআরআই হাসপাতালে এক ৭২ বছরের মহিলার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই মহিলা প্যানক্রিয়াটিক ক্যানসার নিয়ে হাসপাতালে এসেছিলেন এবং আগে অন্য একটি জায়গায় হারনিয়া সার্জারি করিয়েছিলেন, যেখানে একটি সার্জিকাল মেশ বসানো হয়েছিল।
তবে, পরবর্তীতে ওই মেশটি ক্ষয় হয়ে গিয়েছিল, যার ফলে তীব্র ব্যথা শুরু হয় এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল ফিসচুলা (অন্ত্র ও অন্যান্য অঙ্গের মধ্যে অস্বাভাবিক সংযোগ) হয়ে যায়, যার ফলে সেই মহিলার প্রাণও যেতে পারত।
এই গুরুতর পরিস্থিতিতে, সিএমআরআইয়ের জিআই ও হেপাটো-বিলিয়ারি সার্জন ড. অজয় মন্ডল এবং তার টিম দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। প্রথমেই ক্ষয় হওয়া মেশটি অপসারণ করা হয়। যা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন কলকাতার সিএমআরআই হাসপাতালের চিকিৎসকরা। যাতে মেশটি অপসারণের সময় আশপাশের টিস্যু ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।
এরপর, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ফিসচুলা সারিয়ে তুলতে আরও একটি জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোগী এখন আগের চেয়ে অনেকটা ভাল আছেন। সিএমআরআই হাসপাতালের এই সফল অস্ত্রোপচারটি তাঁদের উচ্চমানের চিকিৎসা দক্ষতা এবং রোগীর প্রতি তাঁদের আন্তরিক যত্নের প্রমাণ।