শেষ আপডেট: 8th September 2024 19:18
দ্য ওয়াল ব্যুরো: চকোলেট খেতে ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা হাতে গোনা। তবে অনেকের চকোলেট তেতো লাগে তাই খান না। কিন্তু জানেন কি, অনেকেই আবার খান না অ্যালার্জির কারণে! সম্প্রতি বেশ কিছু রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।
কোকোয়া বিনে থাকা কিছু বিশেষ প্রোটিনের জন্য অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতায় তা অতিরিক্ত প্রতিক্রিয়া করে। যার ফলে অ্যালার্জি হয়। সামান্য অস্বস্তি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে এই অ্যালার্জির ফলে।
কী করে বুঝবেন চকোলেটে অ্যালার্জি আছে?
যদি খুব বেশি অ্যালার্জেটিক হয় কেউ, সেক্ষেত্রে শ্বাস নিতে কষ্ট হতে পারে। রক্তচাপ কমে যেতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বয়সের সঙ্গে সঙ্গে কমতে পারে এই অ্যালার্জি
চিকিৎসকদের মতে, যদি খুব কম বয়সে এই অ্যালার্জি ধরা পড়ে তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে। চকোলেটে অ্যালার্জি খুব বিরল হলেও সঠিকভাবে চিকিৎসা করলে নিয়ন্ত্রণ সম্ভব।
অ্যালার্জি হলে কীভাবে সুস্থ রাখবেন নিজেকে?