শেষ আপডেট: 14th June 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: ডিনারে একটু বেশি ভারী খাওয়াদাওয়ার পরে রাতের বেলা বুকে ব্যথা, আর সেই ব্যথার জেরে হজমের ওষুধ-- এমন ঘটনা আমাদের সকলের জীবনেই কমবেশি ঘটেছে। তবে এমনই চেনা ঘটনাবলির মধ্যে মাঝে বিপদও ঘটে যায় বই কী! সাধারণ ব্যথার ছদ্মবেশেই আক্রমণ করে হার্ট অ্যাটাক! প্রধান লক্ষণ তো সেই একই, বুকে ব্যথা! ফলে অনেকেই সেই ব্যথাকেও হজমের সমস্যা ভেবে ভুল করে বসেন। আর তখনই ঘটে বিপদ। কারণ হার্ট অ্যাটাকের পরে খুব কম সময়ই পাওয়া যায়, চিকিৎসার।
কয়েকদিন আগে ঠিক এমনটাই ঘটেছিল অভিনেতা বিশ্বনাথ বসুর সঙ্গে। ডিনারে একটু বেশি খাওয়াদাওয়া করার পরে, মাঝরাতে বুকে চিনচিন! অ্যান্টাসিড, কোল্ডড্রিঙ্ক খেয়ে সে যাত্রা সামাল দেওয়া গেলেও, ভয় তো একটু করেই! সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন দ্য ওয়ালের সঙ্গে। তবে, সেই সঙ্গে নিয়েছেন ডাক্তারবাবুর পরামর্শও।
মেডিকা সুপারস্পেশ্যালিটি হসপিটালের ডিরেক্টর অফ ক্যাথ ল্যাব, ডক্টর দিলীপকুমার বুঝিয়ে বললেন, এমন ব্যথা হলে হৃদরোগের সম্ভাবনা কতটা থাকে। সর্বোপরি, হৃদরোগের ব্যথার ধরন ঠিক কেমন, ব্যথার সঙ্গে কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন, কী করবেন, সবটাই বুঝিয়ে বললেন তিনি।
মনে রাখতে বললেন, চেস্ট পেইন যদি বুক থেকে আস্তে আস্তে চোয়ালের দিকে বা হাতের দিকে যায়, তবে তা খুবই অ্যালার্মিং। সঙ্গে দরদরিয়ে ঘাম হবে রোগীর। হার্ট অ্যাটাকের ব্যথার মূল উপসর্গ এই দু'টিই। আরও কীভাবে চিনবেন ব্যথা, কীভাবে হবেন সতর্ক, তা জানতে দেখুন ভিডিও।