শেষ আপডেট: 17 June 2023 03:40
দ্য ওয়াল ব্যুরো: গাড়ি আছে বাড়িতে, কিন্তু অনেক দিন ব্যবহার করেন না। এমন মানুষের সংখ্যা এখন ভারতে নেহাত কম নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায়, পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অনেকেই গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছেন। কিন্তু এমন অবস্থায় গাড়ির ইঞ্জিন থেকে টায়ার-সহ অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। পরে সেই গাড়ি নিয়ে বের হওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার জন্য রইল কিছু টিপস।
দীর্ঘদিন গাড়ি না চালালে গাড়ির ব্যাটারি বসে যায়। শক্তি হারিয়ে ফেলে। সেই সমস্যা দূর করতে সপ্তাহে অন্তত একবার করে গাড়ির ইঞ্জিন চালু করুন। ১০-১৫ মিনিট ইঞ্জিন সচল রাখুন। এতে করে ব্যাটারি চার্জ হয়ে যাবে এবং ইঞ্জিন তেলও গোটা ইঞ্জিনে ছড়িয়ে পড়বে।
শুধু ব্যাটারি নয়, গাড়ি দীর্ঘদিন না চালালে গাড়ির টায়ারও ক্ষতিগ্রস্থ হয়। গাড়ির চাকা বসে যেতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার গাড়িটি নিয়ে বের হন। ঘুরে আসুন খানিক রাস্তা। এতে গাড়ির ব্রেক, এয়ার কন্ডিশনার, টায়ার, ব্যাটারি সব ঠিক থাকবে।
আপনি যদি দীর্ঘসময় গাড়ি ব্যবহার না করে থাকেন, তবে গাড়ি চালানোর সময় প্রথমেই হ্যান্ডব্রেক ব্যবহার করবে না। কারণ দীর্ঘদিন গাড়ি ব্যবহারের ফলে হ্যান্ডব্রেকের ব্রেক প্যাড আটকে যেতে পারে।
অনেকেই ভাবেন গাড়ি চালাচ্ছেন না, তাই তাতে তেল কম রাখবেন। এই ধারণা একেবারেই ভুল। গাড়ি না চালালেও গাড়ি ট্যাঙ্ক সবসময় ভর্তি রাখুন। কারণ যদি ট্যাঙ্ক ফাঁকা থাকে তবে তাতে মরচে পড়তে পারে। গাড়িতে ট্যাঙ্কে তেল ভর্তি থাকলে তার মধ্যে আর্দ্রতা থাকবে না, ফলে মরচে পড়ার সম্ভাবনা কম।
ফ্লিপ মোবাইল পছন্দ? অ্যামাজনের তালিকাভুক্ত Motorola-র নতুন মডেলের দাম কত