নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বইপ্রকাশ অনুষ্ঠান
শেষ আপডেট: 23rd January 2025 23:31
দ্য ওয়াল ব্যুরো: এতদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে ভাল থাকার পাঠ দিয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর প্রথম বই প্রকাশ পেল। যার পাতায় পাতায় রয়েছে 'ভাল থাকার প্রেসক্রিপশন'। আসলে চিকিৎসক তাঁর বইয়ের নামই রেখেছেন তাই। বইটি প্রকাশ করেছে কালি-কলম-মলম প্রকাশনা।
বৃহস্পতিবার সল্টলেকের এইচপি ঘোষ হাসপাতালে প্রকাশিত হয়েছে এই বই। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন, অভিনেতা রাজেশ শর্মা ও হাসপাতালের ডিরেক্টর সুপর্ণা সেনগুপ্ত-সহ অন্যান্যরা।
প্রথম বইয়ের ব্যাপারে লেখক-চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, 'আমার রিলগুলো যারা দেখেন তাঁরা বুঝতে পারবেন খুব ছোট ছোট কথা আমরা ডাক্তারকে জিজ্ঞেস করি না। কী করে লাইফস্টাইল মোডিফাই করতে হয় বা আমাদের কিছু বদ্ধ কুসংস্কার দূর করতেই আমার এই বই।'