শেষ আপডেট: 3rd December 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: শুধুই তরুণ কিংবা বয়স্ক নয়, শিশুরাও বর্তমানে কোমর ও পিঠে ব্যথার সমস্যায় ভুগছে। তবে শিশুদের পিঠব্যথার সমস্যা ঠিক বড়দের মতো নয়। বড়দের সঙ্গে তুলনা করলে দেখা যায়, তাঁদের পিঠব্যথার সঙ্গে কিছু মারাত্মক সমস্যার জড়িয়ে রয়েছে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আজকাল শিশুদের মধ্যেও দুর্বল মেরুদণ্ডের সমস্যা দেখা যাচ্ছে। আগে এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যে দেখা গেলেও এখন যুবসমাজ থেকে শুরু করে বাচ্চারা এই রোগের শিকার হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর বয়স যদি চার বা তার বেশি হয়, তবে এই ব্যথা কোনওভাবেই উপেক্ষা করা উচিত না। কোমর ও পিঠে ব্যথার সঙ্গে অনেক রোগ জড়িয়ে থাকতে পারে। জ্বর হওয়া কিংবা ওজন কমে যাওয়া। দুর্বলতা কিংবা অসাড় অনুভূতি হওয়া। শিশুর হাঁটতে সমস্যা হওয়া। ব্যথা দুপায়ে ছড়িয়ে পড়া। অবশেষে তা দীর্ঘদিন চিকিৎসা না করালে প্রস্রাব করতে সমস্যা হওয়া।
শিশুদের পিঠব্যথার কোনওভাবে এড়িয়ে যাওয়া উচিত নয়। যত বেশি দিন তা ফেলে রাখা হবে, অবস্থা আরও খারাপের দিকেই যাবে। যদি শিশুর পিঠব্যথা বেশ কিছুদিন টানা থাকে কিংবা ব্যথা দিন দিন বাড়তে থাকে, তাহলে অবশ্যই শিশুকে অর্থোপেডিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।
বিশেষজ্ঞদের মতে, ছোট ও বড় যে কোনও বয়সের শিশুদের পিঠব্যথার সবচেয়ে বড় কারণ হল পিঠের মাংসপেশির টান। এ ধরনের ব্যথা কমানোর জন্য বিশ্রাম, ব্যথানাশক ওষুধ ও ব্যায়ামের প্রয়োজন হয়। এছাড়াও শিশুদের মেরুদণ্ডের ডিস্ক স্পেসে সংক্রমণ হলে পিঠব্যথা হয়। এ অবস্থাকে বলে ডিসকাইটিস। সাধারণত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এটি বেশি হয়।
ডিস্কে ইনফেকশন হলে যে সব উপসর্গগুলো দেখা যায়, তা হল পিঠের নিচের দিকে কিংবা পেটে ব্যথা করে এবং পিঠ শক্ত হয়ে যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কিংবা রোগী হাঁটতে চায় না। মেঝেতে বসার সময় হাত-পা ছড়িয়ে বসে থাকে। কোমর বাঁকা করে বসতে চায় না। সেই ব্যথা বাড়তে থাকে।