শেষ আপডেট: 11th March 2025 21:14
দ্য ওয়াল ব্যুরো: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বা বাচ্চা থেকে বড়, সব বয়সের মানুষের হতে পারে। তবে, মহিলাদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিভিন্ন সমীক্ষা বলছে, প্রতি পাঁচজন মহিলার মধ্যে অন্তত একজন জীবনের কোনও না কোনও সময় ইউটিআই-তে আক্রান্ত হন।
ইউটিআই (UTI) কেন হয়?
ত্বক বা মলদ্বার থেকে ব্যাকটেরিয়া যখন ইউরেথ্রায় প্রবেশ করে, তা থেকে সংক্রমণ হয়। তখনই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এটি ব্লাডার ও কিডনিতেও ছড়িয়ে পড়তে পারে। ইউটিআই কিডনিতে ছড়িয়ে পড়লে একে পাইলোনেফ্রাইটিস (Pyelonephritis) বলা হয়। যার প্রভাব ভয়ঙ্কর।
কীভাবে বুঝবেন ইউটিআই হয়েছে?
ইউটিআই-এর উপসর্গ নির্ভর করে সংক্রমণের মাত্রা ও আক্রান্ত অঙ্গের উপর।
যদি ব্লাডার ইনফেকশন হয়-
যদি সংক্রমণ কিডনিতে ছড়িয়ে পড়ে-
যদি ইউরেথ্রা আক্রান্ত হয় -
কাদের মধ্যে ইউটিআই হওয়ার সম্ভাবনা বেশি?
মহিলারা এই সংক্রমণের শিকার হন সবচেয়ে বেশি। কারণ মহিলাদের ইউরেথ্রা তুলনামূলক ছোট এবং এটি মলদ্বারের কাছাকাছি থাকে। যেহেতু ইকোলি ব্যাকটেরিয়া মলদ্বারে পাওয়া যায়, তাই এটি সহজেই ইউরেথ্রা, ব্লাডার বা কিডনিতে সংক্রমণ ঘটাতে পারে।
এছাড়া বয়স্করা, কিডনিতে স্টোন আছে এমন মানুষজন, প্রস্টেটের সমস্যা রয়েছে এমন পুরুষ, ডায়াবেটিক, কম ইমিউনিটির ব্যক্তি (যেমন ক্যানসার বা এইচআইভি রোগী) এবং কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত শিশুদের মধ্যে ইউটিআইয়ের ঝুঁকি বেশি থাকে।
ইউটিআই প্রতিরোধের উপায়
বিশেষজ্ঞরা বলছেন, যদি উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক সময়ে চিকিৎসা না করালে এটি কিডনি পর্যন্ত ছড়িয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে।