শেষ আপডেট: 26th December 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: সুগার প্রেসার এখন ঘরে ঘরে। একাধিক ওষুধ খেয়েও অনেক সময় অনিয়ন্ত্রিতই থেকে যায় এই দুইয়ের মাত্রা। চিকিৎসকরা বলেন ওষুধের পাশাপাশি ডায়েটে নজর দিলে এই ধরনের ক্রনিক ডিজিজ অনেকটা আয়ত্তে রাখা যায়। কঠোর ডায়েট করা সম্ভব নয়, কিন্তু ডায়েটে সামান্য এদিক-ওদিক করলে হতে পারে কেল্লাফতে। আর এই শাক অ্যাড করলে তো সুগার প্রেসারকে বাই বাই জানাবেন শীঘ্রই।
শীতে নানা রকম রোগের সমস্যা বাড়ে। বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। শরীর ভাল রাখতে হার্ট ভাল রাখতে, প্রেসার নিয়ন্ত্রণে রাখা জরুরি। এই শাক ডায়েটে অ্যাড করলে প্রেসার থাকবে নিয়ন্ত্রণে।
বলছি সর্ষে শাক আগের কথা। সর্ষে মূলত শীতকালে পাওয়া যায়। এই শাকের উপকারিতা অপরিসীম। রয়েছে ভিটামিন এ, সি ও কে। সঙ্গে মিনারেল, চোখের জন্য অত্যন্ত উপকারী। সর্ষে শাকে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও প্রচুর পরিমাণে ফাইবার। যা হার্ট ভাল রাখে ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।
সর্ষে শাক ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট ভাল রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
সর্ষে শাকে ফাইবার রয়েছে, সুতরাং কোষ্ঠ কঠিন সমস্যা দ্রুত দূর হয়, হজম তাড়াতাড়ি হয় ও শরীর সতেজ রাখে।