শেষ আপডেট: 25th March 2025 22:13
দ্য ওয়াল ব্যুরো: আট বছর ধরে অপেক্ষার পর মা-বাবার কোল আলো করে আসে এক শিশু। কিন্তু দুই মাসের মাথায় সে ভয়ঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়। সাধারণ সর্দি-কাশির চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে ধরা পড়ে জটিল হার্টের সমস্যা। শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে দেখানো হয়। এরপর BM Birla Heart Hospital, Kolkata-তে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসার দায়িত্ব নেন ডঃ সুভেন্দু মণ্ডল ও ডঃ শতরূপা।
প্রথমে মনে হয়েছিল শিশুটির অবস্থা খুব বেশি জটিল নয়। তাকে পর্যবেক্ষণের পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক মাস পর সে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায়, তার Partial Anomalous Pulmonary Venous Return (PAPVR) নামক বিরল রোগ রয়েছে, যেখানে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়।
শিশুটির জীবন বাঁচাতে ডঃ দাগার নেতৃত্বে সার্জারি করা হয়। অত্যন্ত জটিল এই অস্ত্রোপচারে তার শিরাগুলোকে সঠিকভাবে সংযুক্ত করা হয়। এরপরও শ্বাসকষ্ট থাকায় আরও একটি প্রক্রিয়া করা হয়, যেখানে ক্যাথ ল্যাবের মাধ্যমে অকার্যকর ফুসফুসের রক্ত প্রবাহ বন্ধ করা হয়।
অন্যদিকে, ডঃ শতরূপা বলেন, "এটি শুধুমাত্র একটি মেডিক্যাল কেস ছিল না, এটি ছিল একটি পরিবারের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। আমরা জানতাম, শিশুটিই এই পরিবারটির সবকিছু, তাই তাকে সুস্থ করে তোলাই আমাদের মূল লক্ষ্য ছিল।" অবশেষে ৪৩ দিন লড়াইয়ের পর শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরে। চিকিৎসকরা বলেন, "এটি ছিল সবচেয়ে কঠিন কেসগুলোর একটি। তবে আধুনিক চিকিৎসা ও মা-বাবার ভালবাসায় অসম্ভব সম্ভব হয়েছে।"