শেষ আপডেট: 27th February 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই রাজ্যজুড়ে নামবে অসহ্য গরমের দীর্ঘ ইনিংস। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হতেই তাই পায়ে সরষে লাগানো বাঙালিরা ছুটবেন পাহাড়ের কোলে। পাহাড় বলতেই চোখের সামনে ভেসে রূপসী হিমাচল প্রদেশের কথা। হিমাচলের এক থেকে আর একটি অপরূপ সৌন্দর্যের পর্যটনস্থল বরাবরই বাঙালি মনকে ছুঁয়ে চলে যায়। কিন্তু, আগামী ১ এপ্রিল থেকে হিমাচল প্রদেশ সফরে খরচ বেড়ে যাচ্ছে। তাই এখন থেকেই ডায়েরির পাতায় সম্ভাব্য বেড়ানোর খরচের বাজেটে কাটাছেঁড়া করে রাখুন।
২০২৫-২৬ সালের অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে হিমাচলে বেড়াতে গেলেই টোল ট্যাক্সের বাড়তি কড়ি গুনতে হবে। শুধু ব্যক্তিগত বা বাণিজ্যিক গাড়তেই নয়, পণ্যবাহী গাড়িতেও এই বাড়তি গুনাগার দিতে হবে। ফলে, শুধু পথ-খরচ নয়, রাহা খরচেও হেরফের হয়ে যাবে। কারণ, হিমাচলের মতো পাহাড়ি রাজ্যে বহু খাদ্যশস্য ও জীবনযাত্রার সামগ্রী আসে ভিন রাজ্য থেকে। সেগুলির পণ্যবাহী ব্যয় বাড়তে চলায় জিনিসপত্রেরও দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমনিতেই গ্রীষ্মকালে চরম জলসঙ্কট দেখা দেয় শিমলা সহ হিমাচলের বিভিন্ন পর্যটন শহরে। শিমলায় পানীয় ও ব্যবহার্য জলের তো আকাল শুরু হয়। সেই মতো হোটেলগুলিও বাড়তি জলের জোগান দিতে পুরসভা থেকে অতিরিক্ত গাঁটের কড়ি গুনে ট্যাঙ্কের ব্যবস্থা করে। এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে পণ্যবাহী ভারী ট্রাক থেকে ছোট পণ্যবাহী গাড়ি সবকিছুরই টোল ট্যাক্স বৃদ্ধি। সুতরাং, জিনিসপত্রেরও দাম একলাফে কিছুটা বেড়ে যেতে পারে। ফলে পর্যটকদের থাকা-খাওয়ার খরচেও হেরফের ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সরকারি সূত্র জানিয়েছে, চার আসনের ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক গাড়িতে ১০ টাকা করে টোল ট্যাক্স বাড়তে চলেছে। বাণিজ্যিক ও পণ্যবাহী গাড়িতে গুনতে হবে আগের তুলনায় ২০ টাকা বেশি। পরিবর্ধিত টোল ট্যাক্স চালু হবে রাজ্যের মোট ৫৫টি জায়গায়। সংশোধিত টোলের হিসাব হচ্ছে, ব্যক্তিগত গাড়িকে আগে দিতে হত ৬০ টাকা। ১০ টাকা বাড়ায় এবার থেকে দিতে হবে ৭০ টাকা। ভারী পণ্যবাহী ট্রাক ৫৫০ টাকায় জায়গায় দেবে ৫৭০ টাকা। ৬-১২ আসনের যাত্রীবাহী গাড়ি আগে দিত ৯০ টাকা, এখন তা হচ্ছে ১১০ টাকা। ১২ আসনের বেশি গাড়িকে দিতে হবে ১৬০-এর জায়গায় ১৮০ টাকা।
শিমলা ও কুলু জেলার মানালিতে ঢোকার পাঁচটি রাস্তা আছে। তার মধ্যে জনপ্রিয়তম প্রবেশপথটি হল ৫ নম্বর জাতীয় সড়কের কালকা-শিমলা ন্যাশনাল হাইওয়ে। সরকারি বিজ্ঞপ্তি বলছে, রাজ্যে নথিভুক্ত পণ্য গাড়িগুলিকেও কোনও ছাড়ের তালিকায় রাখা হয়নি। এক পদস্থ কর্তা জানান, প্রবেশ মূল্যের ক্ষেত্রে ত্রৈমাসিক ও বার্ষিক টাকা কেটে নেওয়ার ব্যবস্থা থাকছে। যে গাড়িগুলি নিয়মিত চলাচল করে তারা এই ব্যবস্থার সুবিধা নিতে পারবে।