শেষ আপডেট: 17th January 2025 19:55
রোজকার ঝুট ঝামেলা ছেড়ে কোথাও অন্যভাবে দিন কাটাতে চান বা পিকনিকের জন্য কলকাতার কাছেই কোনও জায়গা খুঁজছেন? পৌঁছে যেতে পারেন বর্ধমানের 'অরণ্য রিসর্ট'-এ। কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটাতে পারবেন কিছুটা সময়।
২৬ বিঘাজুড়ে বিস্তৃত এই রিসর্ট। ডে আউটের জন্য বেস্ট। পিকনিকও করতে পারেন। জন্মদিনের পার্টির জন্যও আপনার অন্যতম সেরা পছন্দ হতে পারে। এখানে বাচ্চাদের খেলার পার্ক, বসার জায়গা এবং পরিপাটি রেস্তরাঁ রয়েছে। সঙ্গে বোটিং, বাউল গানের ব্যবস্থাও থাকে। রিসর্টে পৌঁছলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও।
পার্ক কর্তৃপক্ষের কথায়, শুধু জন্মদিনের পার্টি, পিকনিক নয়, রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে পার্কে অর্থাৎ যদি পরিবার নিয়ে কেউ যায় তাহলে কোনও সমস্যা হবে না।
কীভাবে যাবেন এই পার্কে?
বর্ধমান স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে এই রিসর্ট। স্টেশন থেকে টোটোয় চড়ে সরাসরি পৌঁছে যেতে পারবেন। বাসে বাঁকুড়া মোড় বা দইচাঁদা স্টপেজে নেমে সেখান থেকেও কয়েক মিনিটের পথ।