শেষ আপডেট: 16th January 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। বিভিন্ন ঐতিহাসিক মন্দির, স্থাপত্য, ভাষ্কর্য, গুহা ইত্যাদি রয়েছে যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দিয়েছে। শীত শেষের আগে এমনই পাঁচ বিখ্যাত জায়গা থেকে ঘুরে আসতে পারেন আপনিও। রইল হদিশ।
তাজমহল, আগরা
বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল, যার খ্যাতি শুধু ভারতে নয়, পৃথিবীজুড়ে রয়েছে। মোঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি, ১৯৮৩ সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বৃীকৃতি দেয়।
হাম্পি, কর্নাটক
কর্নাটকের ঐতিহাসিক শহর হাম্পি এক সময় বিজয়নগর সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল। একটা সময়ে ধ্বংস হয়ে যায় প্রায় সবটা। পড়ে থাকে গুটি কয়েক স্থাপত্য। হাম্পিজুড়ে ইতিহাস। ১৯৮৬ সালে ইউনেস্কো এই শহরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত করে।
খাজুরাহো, মধ্যপ্রদেশ
খাজুরাহো ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন। এখানে প্রায় সব মন্দিরেই নানা ভাস্কর্যের দেখা মিলবে। ৮৮৫ থেকে ১০৫০ খ্রিস্টাব্দে তৈরি মন্দিরগুলি তার মধ্যে সবচেয়ে বিখ্যাত।
ইলোরা গুহা, মহারাষ্ট্র
মহারাষ্ট্রের ইলোরা গুহাচিত্রের নাম শুনেছি প্রায় সকলেই। পড়েছি ইতিহাসেও। ১৯৮৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে ইলোরাকে।
কোনার্ক সূর্য মন্দির, ওড়িশা
পুরী গেলে কোনার্ক বহু মানুষ যান। ভুবনেশ্বর থেকেও কোনার্ক যাওয়া যায়। ১২৫৫ খ্রিস্টাব্দে তৈরি এই বিশাল রথও স্থাপত্যের ইতিহাস বহন করছে যুগ যুগ ধরে। ১৯৮৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়।
শীত থাকবে আর কয়েকদিন। ২৩-২৬ জানুয়ারি একটা লম্বা উইকেন্ড মিলবে। সুযোগ পেলে এই পাঁচটির অন্তত যেকোনও একটিতে ঘুরে আসুন।