শেষ আপডেট: 8th January 2025 18:14
ভিড়-ভাট্টা থেকে দূরে নতুন কোনও জায়গায় সময় কাটাতে চাইলে শিলিগুড়ির কাছে এই পাহাড় ঘেরা জায়াগা হতে পারে আপনার আদর্শ গন্তব্য। ঝর্নার শব্দ, ঝিঁ ঝিঁ পোকাদের গান শুনতে শুনতে প্রকৃতির কোলে ঝিরিয়ে নিতে পারবেন। নিরিবিলিতে নিজের সঙ্গে সেরা সময় কাটাতে পারবেন আবার শহুরে বিষে ভরা বাতাস দূরে রেখে শান্তিতে শ্বাস নিতে পারবেন।
শিলিগুড়ি শহর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে রয়েছে পাহাড় ঘেরা এই সবুজের রাজ্য। বলছি শিবখোলার কথা। রংটং থেকে ১২ কিলোমিটার দূরত্বে এই রয়েছে অপূর্ব জায়গা। শুকনা থেকে রংটং পেরিয়ে শীতের আদুরে রোদ গায়ে মেখে ডান হাতে সোজা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যেতে পারেন এখানে।
নিঝুম নিস্তব্ধ পরিবেশ। কেউ পাখির ডাক শুনতে, কেউ আবার শিবমন্দিরে পুজো দিতে তো কেউ শুধুই পাহাড়ের নৈঃশব্দ উপভোগ করতে চলে আসেন শিবখোলায়।
আর গরমে শিবখোলার ঝর্নার আকর্ষণে ভিড় জমান স্থানীয়রাও। দূষণ বা শহুরে কোলাহল এখনও ছুঁতে পারেনি দার্জিলিঙের এই জায়গাকে।