শেষ আপডেট: 25th January 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: দেশের বিভিন্ন প্রান্তে ঘোরা তো হয়েই থাকে। এবছর বিদেশে ঘুরতে যেতে চান। তাও বাজেটের মধ্যে? বেছে নিতে পারেন এই জায়গাগুলি।
থাইল্যান্ড
আপনি যদি সমুদ্রপ্রেমী হন এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহ থাকে, তবে থাইল্যান্ড হতে পারে আপনার পছন্দের ডেস্টিনেশন। সস্তায় খাওয়া-দাওয়া, থাকা সবটাই হতে পারে। যাতায়াতের খরচও খুব বেশি না। থাইল্যান্ডে ঘুরতে যেতে গেলে ভারতীয়দের ভিসার প্রয়োজনও হয় না।
ভিয়েতনাম
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম হল জেম। ফরাসি স্থাপত্য, প্রাচীন প্যাগোডা-সহ একাধিক জিনিস দেখার রয়েছে এখানে। কিছু অফবিট জায়গাও রয়েছে। এখানে ভিসার প্রয়োজন হয়। কিন্তু ই-ভিসা হলেও চলে। খুব বেশি খরচ হয় না। তাছাড়া, ভারতীয় মুদ্রায় কেনাবেচাও করা যায়।
শ্রীলঙ্কা
আমাদের প্রতিবেশী দেশ। যেতে পারেন সহজেই। সমুদ্রপ্রেমীদের জন্য অন্যতম সেরা ঠিকানা। চা-কফি প্ল্যান্টেশন এবং দারচিনির বন-সহ আরও অনেক কিছু দেখা মতো রয়েছে। ঘুরে দেখতে পারেন বিভিন্ন স্থাপত্যও।
পর্তুগাল
আপনি যদি ফুটবলপ্রেমী হন, তবে পর্তুগালের খেলা দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে। ফ্যান হলে তো কোনও কথাই নেই। চট করে ঘুরে আসতে পারেন পোর্তুগাল থেকে। এখানে প্রচুর ঐতিহাসিক জায়গা রয়েছে দেখার মতো। সাজানো শহরে ঘুরতে মন্দ লাগবে না।
কম্বোডিয়া
ইতিহাসপ্রেমীদের জন্য কম্বোডিয়া সেরা ডেস্টিনেশন। একাধিক মন্দির ও স্থাপত্য এখানেও দেখতে পারবেন। ঘুরতে খুব বেশিদিন সময় না লাগলেও ইতিহাস খুঁজতে গেলে কিন্তু সময় লাগবেই।