কম দামে হোটেল পাবেন কোন শহরে
শেষ আপডেট: 23rd March 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: ঘুরতে যেতে (Vacation) যদি আপনি ভালবাসেন, ব্যস্ত জীবন থেকে সময় বার করা আপনার কাছে কোনও ব্যাপারই নয়। পিক সিজন হোক বা অফ সিজন, ব্যাগ কাঁধে আপনি বেড়িয়ে পড়তে পারলে শান্তি পান। দেশের মধ্যে আর কত ঘুরবেন! কখনও কখনও সাধ তো যেতেই পারে গণ্ডি ছেড়ে বেরিয়ে বাইরের পৃথিবীটাও একটু ঘুরে দেখার। পরীক্ষার চোখরাঙানি শেষ, পড়ুয়াদের জন্যও এটাই আদর্শ সময় যখন ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া যায় কিছুদিনের জন্য। যদি এখনও প্ল্যান না করে থাকেন, আপনার জন্য ‘দ্য ওয়ালে’ থাকল ভারত-সহ বাইরের বেশ কিছু জায়গার হদিশ যেখানে গেলে আপনি কম দামে পকেটফ্রেন্ডলি (Budget friendly) হোটেল (Hotel) খুঁজে পেয়ে যাবেন-
ফং না, ভিয়েতনাম (Phong Nha, Vietnam)- রাতপিছু ২৪৩৯ টাকা:
অ্যাডভেঞ্চার যদি আপনার পছন্দ হয়, তাহলে ভিয়েতনামের ফং না আপনার জন্য স্বর্গরাজ্য। সেখানের ন্যাশনাল পার্ক ইউনেস্কোর তালিকায় রয়েছে। বিশালাকার গুহাগুলি মুখ্য আকর্ষণ হলেও এখানে হাইকিং-এর পাশাপাশি নদীতে কায়াক সেশনও করতে পারেন।
তিরুপতি, ভারত (Tirupati, India)- রাতপিছু ২৯৫২ টাকা:
সাধারণত ভেঙ্কটেশ্বর মন্দিরের জন্য প্রসিদ্ধ তিরুপতি। আপনি যদি স্পিরিচুয়াল নাও হন, তাও আপনার জন্য তিরুপতিতে রয়েছে তালাকোনা ওয়াটারফলস, শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক, একদম বাজেটফ্রেন্ডলি দামে।
হেত ইয়াই, থাইল্যান্ড (Hat Yai, Thailand)- রাতপিছু ৩৪৭৩ টাকা:
দক্ষিণ থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর, হেত ইয়াই মালয়েশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। এই শহর সব মিলিয়ে খুব সস্তা। তাই আপনি এখানে থাকা-খাওয়া-ঘোরার পরও মনের সাধ মিটিয়ে শপিং করতে পারবেন। কিম ইয়ং ও সান্তিসুক মার্কেটের যেদিকে তাকাবেন ইম্পোর্টেড এবং লোকাল জিনিসের সম্ভার। এখানের স্ট্রিটফুড খেতে ভুলবেন না যেন!
পাদাং, ইন্দোনেশিয়া (Padang, Indonesia)- রাতপিছু ৩৪৭৩ টাকা:
ঘুরতে গেলে এক এক জনের এক এক রকম চাহিদা থাকে। কেউ চান শপিং করতে, কেউ চান শান্তি। কিন্তু আপনি যদি শুধুই কম খরচে ভাল ঘুরতে, খেতে চান- পাদাং আপনারই জন্য। এখানের খাবার এতই ফ্লেভারফুল, শুধু অথেনটিক ইন্দোনেশিয়ান কুইজিন খাওয়ার জন্যই আপনাকে আবার এখানে আসতে হতে পারে। খাবার বাদে মেনটাওয়াই আইল্যান্ড, এয়ার ম্যানিস বিচ শান্তিতে সময় কাটানোর জন্য আদর্শ।
বাকালদ, ফিলিপিনস (Bacolod, Philippines)- রাতপিছু ৩৯৯৪ টাকা
‘সিটি অফ স্মাইলস’ নামে পরিচিত এই শহরেই হয় বিখ্যাত মাস্কারাহ ফেস্টিভ্যাল, বাকালদিয়াত ফেস্টিভ্যাল। রুইনস এখানকার ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি।
কুয়ালা তেরেঙ্গানু, মালয়েশিয়া (Kuala Terengganu, Malaysia)- রাতপিছু ৪১৬৮ টাকা
ঝকঝকে রোদ্দুর, বালুকাবেলা ও সংস্কৃতির চমৎকার মেলবন্ধন এই শহর। সমুদ্রের ধারের এই শহরের সুন্দর বিচ, ট্র্যাডিশনাল মার্কেট ও ক্রিস্টাল মসজিদ রয়েছে। রেদাং আইল্যান্ডে আপনি স্নর্কেল মাস্ক লাগিয়ে ডাইভিং অ্যাক্টিভিটি করতে পারেন, মালয়েশিয়ায় গিয়ে এই অ্যাডভেঞ্চার মাস্ট।
গিম্পো, সাউথ কোরিয়া (Gimpo, South Korea)- রাতপিছু ৫৭৩১ টাকা
কোরিয়ায় যেতে চান কিন্তু খুব বেশি টাকা খরচ করতে চান না, তাহলে আপনি গিম্পো শহর বেছে নিতে পারেন। মুনসু পাহাড়ে চেরি ব্লসম, ন্যাশনাল এভিয়েশন মিউজিয়াম বা হান নদীর ধার ধরে হাঁটতে আপনার বেশ লাগবে।
নারিতা, জাপান (Narita, Japan)- রাতপিছু ৬১৬৫ টাকা
এখানে এলেই আপনি দেখতে পাবেন নারিতাসান শিনশোজি টেম্পল আর চেরি ব্লসমে ঢাকা পার্ক। কালচার ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ঘটেছে এখানে। নারিতা এলে, যদি মন চায়, এখানের স্থানীয় খাবার ‘উনাগি’ (গ্রিল্ড ইল) খেতে ভুলবেন না।
পিনটাং, তাইওয়ান (Pingtung, Taiwan)- রাতপিছু ৬৮৬০ টাকা
তাইওয়ান এলে পিনটাং আপনার লিস্টে থাকতেই হবে। কোস্টাল এই শহরে রয়েছে কেনটিং ন্যাশনাল পার্ক, সেখানে এলে দেখতে পাবেন সুন্দর পাহাড়ি এলাকা আর স্বচ্ছ জলাশয়। রাতের মার্কেট, স্থানীয় খাবার আর প্রাকৃতিক সৌন্দর্য এক্সপ্লোর করতে ভুলবেন না।