মাথাপিছু পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করলেই দুই রাত্রি তিন দিনের দার্জিলিং ট্রিপ হতে পারে। শুধু সঠিক পরিকল্পনা প্রয়োজন। কীভাবে কম খরচে দার্জিলিং ঘুরবেন?
দার্জিলিং
শেষ আপডেট: 17 May 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিঙের নৈসর্গিক ছবি দেখে অনেকেরই ইচ্ছে হয় শৈলশহরে বেড়াতে যাওয়ার। কিন্তু পকেটের কথা ভেবে পিছ পা হন। তাছাড়া কলকাতায় ঘুরতে গেলেই একদিনে কত টাকা খরচা হয়। দার্জিলিং তো অনেক দূরের ব্যাপার। কমপক্ষে হাজার দশেক টাকা তো হবেই। কিন্তু ট্রাভেল অ্যান্ড টুরিসমের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন অন্য কথা। কম খরচেও দিব্যি দার্জিলিং ঘোরা যায়।
মাথাপিছু পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করলেই দুই রাত্রি তিন দিনের দার্জিলিং ট্রিপ হতে পারে। শুধু সঠিক পরিকল্পনা প্রয়োজন। কীভাবে কম খরচে দার্জিলিং ঘুরবেন? কীভাবে প্ল্যান করবেন? দ্য ওয়ালে রইল টিপস।
গরমের ছুটি চলছে, চাইলেই টুক করে ঘুরে আসতে পারেন শৈলশহর থেকে। তবে সেক্ষেত্রে লাক্সারি বাস বা এসি ট্রেনে ট্রাভেল করলে বেশি টাকা লাগতে পারে। সস্তায় উত্তরবঙ্গ যেতে হলে ট্রেনের স্লিপার কামরায় উঠে পড়ুন। যে কোনও শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্লিপার কামরায় যেতে পারেন। হাওড়া থেকেও অপশন পেয়ে যাবেন।
নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভুলেও কোনও প্রাইভেট গাড়ি বুক করবেন না। টোটো ধরে চলে যান তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। এখান থেকে মাত্র ১০০ টাকা খরচ করে বাসে চেপে পৌঁছে যান দার্জিলিং।
দার্জিলিং গিয়ে সস্তার আস্তানা খুঁজুন। সরকারি লজ বা হোটেলে থাকতে পারেন। প্রতিদিন মাথাপিছু ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে। ম্যালের কাছে হোটেলগুলোর ভাড়া বেশি। ম্যাল থেকে একটু দূরে থাকার জন্য হোমস্টে খুঁজে নিন।
গ্লেনারিজ়ে বসে ব্রেকফাস্ট করলে অনেক খরচ বাড়বে। তার চেয়ে দার্জিলিং ম্যালের স্ট্রিট ফুডের স্বাদ নিন। ছোটখাটো রেস্তরাঁতেও যেতে পারেন। খরচ কম হবে।
দার্জিলিং গিয়ে নিশ্চয়ই সাইটসিন করবেন। তার জন্য গাড়ি নিলে এই বাজেটে হবে না। ম্যালে হেঁটেই ঘুরে নিতে পারবেন। টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গা ঘুরে দেখতে পারেন।