শেষ আপডেট: 11th January 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: ভিড়ের মধ্যে দার্জিলিং যেতে চান নাকি শান্ত পরিবেশে পাহাড়ের কোলে কয়েকটা দিন কাটাতে চান? যদি আপনার পছন্দ দ্বিতীয়টি হয়, তবে চাটাইধুরা হতে পারে একদম উপযুক্ত জায়গা। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁদের জন্যও এই জায়গাটি বেস্ট।
দার্জিলিং শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ৬৯৫৬ ফুট উচ্চতায় অবস্থিত চাটাইধুরা। পাহাড়ে ঘেরা শান্ত গ্রাম। সকালে উঠেই চারপাশে কুয়াশায় ঢাকা পাহাড় দেখতে পাবেন। ঘন জঙ্গল পেরিয়ে, অনেকটা পথ এগিয়ে পৌঁছাতে হয় একটি ভিউ পয়েন্টে, যা পরিচিত হাওয়াঘর নামে। এখান থেকে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব রূপ। তবে, বলতেই হবে, এই রাস্তাটিতে বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষার সময় ও পরে জোঁকে ভরা থাকে, তাই সাবধানে চলাফেরা করা বাঞ্ছনীয়।
তবে একবার যদি আপনি এই পথ পাড়ি দেন, তাহলে যা দৃশ্য পাবেন, তা আপনার মনে থাকবে বহুদিন। শেওলা ঢাকা সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ব্রিটিশ আমলে নির্মিত ভিউ পয়েন্টটিতে কিছুটা সময় কাটাতে পারেন। এখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে লেপচাজগত রয়েছে। এছাড়াও পাশেই ঘুম মনাস্ট্রি, ঘুম রেল স্টেশন, টাইগার হিল, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট-সহ আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে।
চাটাইধুরাতে বেশ কিছু হোমস্টে রয়েছে, যেখানে আপনি থাকতে পারবেন এবং পাহাড়ি পরিবেশে কিছুটা সময় কাটাতে পারবেন। এখানে এখটি শিব মন্দির রয়েছে। চাইলে সেখানেও কিছুটা সময় কাটাতে পারেন।
যদি সারাদিন শান্ত জায়গায় থেকে ভাল না লাগে তাহলে সন্ধেয় কিছুটা সময় নিয়ে আশপাশে ঘুরে আসতে পারেন। রাতে এখান থেকে দার্জিলিং শহর ঝলমল করে যা দেখতে অপূর্ব লাগে।
নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়িতে চাটাইধুরা যাওয়া যায়। এছাড়া দার্জিলিংগামী বাসে ঘুম পর্যন্ত গিয়ে, তারপর সুখিয়াপোখরির গাড়িতে শিবমন্দির স্টপেজে নেমে চাটাইধুরা পৌঁছতে পারেন।