শেষ আপডেট: 19th October 2024 19:49
দ্য ওয়াল ব্যুরো: একদিনের ছুটিতে রেস্তরাঁ, শপিং মল তো ঘোরা হয়ই। এসব বাদে একটু অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকতে ঘুরে আসতে পারেন মিউজিয়াম। শহরেই রয়েছে, যেতে হবে না বেশিদূর।
ভারতীয় জাদুঘর
মিউজিয়াম বললে প্রথমেই চোখে ভেসে ওঠে সাদা বড় পিলার, সাদা দেওয়াল আর সবুজ মাঠ। ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। ১৮১৪ সালে তৈরি হয়। পৃথিবীর নবমতম প্রাচীন মিউজিয়াম এটি। সকাল সকাল গেলে পুরোটা ভালভাবে ঘুরে দেখা সম্ভব হবে।
মাদারস ওয়্যাক্স মিউজিয়াম
মাদাম তুসো মিউজিয়ামের অনুকরণে তৈরি করা হয়েছে এটি। রয়েছে নিউটাউনে। বিখ্যাত মানুষজনের মোমের মূর্তি রয়েছে এখানে।
নেতাজি ভবন
ভবানীপুরে ফোরাম মলের বিপরীতে নেতাজির বসতবাড়িতে রয়েছে এই মিউজিয়াম। এখানে গেলে দেখা মিলবে এই বিখ্যাত মানুষের ব্যবহার করা জিনিসপত্র।
ভিক্টোরিয়া মেমোরিয়াল
ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম। ব্রিটিশ আমলের জিনিসপত্র রয়েছে এতে। ভিক্টোরিয়ায় ঢোকার আগেই গেটে টিকিট কাটা যায়।
স্মরণিকা ট্রাম মিউজিয়াম
কলকাতার ট্রাম এখন প্রায় অতীত। সেই ট্রামকে স্মরণীয় করে রাখতে ট্রামেই তৈরি হয়েছে আস্ত একটা মিউজিয়াম। এই যানের বিভিন্ন ছবি ও পুরনো কলকাতার ছবি দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটি।