শেষ আপডেট: 1st March 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: অনেকে বলেন ভগবান ঢেলে সাজিয়েছেন কাশ্মীরকে। প্রকৃতির অপরূপ রূপের দেখা মিলবে ভূস্বর্গে গেলে। উপত্যকা মাঝে কিছুদিন বন্ধ থাকলেও এখন পর্যটকদের জন্য খোলা। কম-বেশি সোশ্যাল মিডিয়া খুললেই আমার আপনার পরিচিতদের কাশ্মীরে ঘুরতে দেখা যাবে। নয়তো ইনফ্লুয়েন্সাররা তো আছেনই। কাশ্মীর বললেই গুলমার্গ, সোনমার্গ বা শ্রীনগরই চেনেন বেশিরভাগ মানুষ। কিন্তু এই বাইরেও অনেক এমন জায়গা আছে যা সে অর্থে 'আনটাচড'। পর্যটকদের ভিড় নেই ফলে নিরিবিলিতে দুর্দান্ত ট্রিপ হতে পারে।
আহারবল জলপ্রপাত
কাশ্মীরের নায়াগ্রা নামে পরিচিত আহারবল জলপ্রপাতের শীতকালের রূপ অদ্ভুত। বরফে ঢেকে যায় চারপাশ, আর জলপ্রপাত পরিণত হয় জমাট বাঁধা এক শ্বেতশুভ্র সৌন্দর্যে। অফবিট কাশ্মীর ঘুরতে চাইলে, এটি অ্যাড করতে পারেন আপনার আইটিনারিতে।
আস্তানমার্গ
গুলমার্গ তো সবাই যায়। গুলমার্গে ভিড়ও বিরাট। কোলাহল থেকে দূরে ঘুরে আসতে পারে গুলমার্গের কাছেই থাকা আস্তানমার্গ থেকে। বরফে মোড়া উপত্যকা ট্রেকিং, ফোটোগ্রাফির জন্য বিখ্যাত। কাশ্মীরকে অন্যভাবে দেখতে পারবেন এই জায়গা থেকে।
ছাতপাল
অনন্তনাগ জেলার ছাতপাল গ্রাম ভীষণভাবে আপন করে নেবে আপনাকে। শীতে বরফে মোড়া অরণ্যের মাঝে এই ছোট্ট গ্রামে থাকলে স্থানীয় লোকজনের সঙ্গে যেমন কথা বলতে পারবেন, জানতে পারবেন কাশ্মীরকে কাছ থেকে।
গুরেজ ভ্যালি
ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত গুরেজ। আজকাল সোশ্যাল মিডিয়ার বাজারে বেশ খানিকটা জনপ্রিয়। শীতে সাদা বরফের চাদরে ঢাকা এই উপত্যকা স্বপ্নের মতো। প্রকৃতির আদিম সৌন্দর্যের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবেন এখানে।
কারনাহ
কাশ্মীরের উত্তরে রয়েছে কারনাহ, কাশ্মীরের বাকি জায়গার মতো এটিও শীতে পুরো বরফে ঢেকে যায়। নির্জনতা ভাল লাগলে এই শান্ত পরিবেশে গিয়ে থাকতে পারেন।
ডাকসুম
অনন্তনাগ জেলার ডাকসুম আরেক অফবিট স্পট কাশ্মীরের। তবে, আজকাল অনেকেই যাচ্ছেন এই জায়গায়। পাইন বনে ঘেরা এই জায়গা অপূর্ব। এখানে গেলে সিন্থান টপ ঘুরে আসতে পারেন। শীত শেষে গরমে গেলেও ডাকসুম আপনার নিরাশ করবে না। কারণ বরফ গলা নদীর অন্যরকম সৌন্দর্য রয়েছে। ডাকসুমে তা আপনি দেখতে পাবেন।
লোলাব ভ্যালি
লোলাব ভ্যালি কাশ্মীরের এমন এক সৌন্দর্য, যা এখনও অনেকাংশে অনাবিষ্কৃত। শীতকালে এই উপত্যকা বরফে ঢেকে এক মায়াবী পরিবেশ তৈরি করে। অপূর্ব তুষারাবৃত পর্বতশ্রেণির দৃশ্য এখানকার অন্যতম আকর্ষণ।
তুংমার্গ
গুলমার্গের কাছেই অবস্থিত তুংমার্গ। ভিড়ভাট্টা যাদের না পসন্দ তারা এখানে পৌঁছে যেতে পারেন। এখানকার সৌন্দর্যও ভাষায় প্রকাশ করা যাবে না।