শেষ আপডেট: 22nd March 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে মা দুর্গার বিভিন্ন মন্দির (Maa Durga Temple)। হিন্দু ধর্মে, প্রতি বছর চৈত্র মাসে নবরাত্রি পালন করা হয়। ৯ দিন ধরে দেবী দুর্গার নানা রূপের পুজো করা হয় নিষ্ঠাভরে। এই বছর মার্চ মাসে ৩০ তারিখ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সারা দেশজুড়ে পালিত হয় চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি (Chaitra Navaratri)। ২০২৫-এর নবরাত্রিতে (Chaitra Navaratri 2025) কোন কোন মন্দিরে গিয়ে দেবী দুর্গার দর্শন করতে পারেন দেখে নিন এক নজরে-
বৈষ্ণোদেবীর মন্দির, জম্মু-কাশ্মীর (Vaishno Devi Temple, Jammu and Kashmir):
মা বৈষ্ণোদেবীর এই মন্দিরে প্রতিবছর বহু দর্শনার্থী ভিড় করেন একবারমাত্র দর্শনের জন্য। এই মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ স্থান বলে পরিচিত।
কামাখ্যা মন্দির, অসম (Kamakhya Temple, Assam):
ঐতিহাসিক এই মন্দিরের সুন্দর আর্কিটেকচার ও নানা উৎসব উপলক্ষে নবরাত্রির সময় প্রচুর মানুষের সমাগম হয় অসমের কামাখ্যায়।
দক্ষিণেশ্বর কালী মন্দির, পশ্চিমবঙ্গ (Dakshineswar Kali Temple, West Bengal):
কলকাতার একদম কাছাকাছি দক্ষিণেশ্বরে রয়েছে কালী মন্দির, যিনি মা দুর্গারই আরেক রূপ। নবরাত্রির সময় এখানে উৎসবের আমেজ থাকে প্রতিবছর।
মা দুর্গা মন্দির, উত্তর প্রদেশ (Maa Durga Mandir, Uttar Pradesh):
উত্তর প্রদেশে গঙ্গার তীরে মা দুর্গার এই প্রসিদ্ধ মন্দির অবস্থিত। সারা ভারত থেকেই অনেক মানুষ আসেন এখানে।
নয়না দেবী মন্দির, হিমাচল প্রদেশ (Naina Devi Temple, Himachal Pradesh):
হিমাচলের পাহাড়চূড়ার এই মন্দির থেকে অসাধারণ ভিউ দেখা যায়, চৈত্র মাসের নবরাত্রি আদর্শ সময়।
জ্বালাদেবী মন্দির, হিমাচল প্রদেশ (Jwala Devi Mandir, Himachal Pradesh):
এই মন্দিরে কোনওরকম জ্বালানির সাহায্য ছাড়াই সবসময় শিখা জ্বলতে থাকে। পবিত্র এই সময়ে মায়ের মন্দিরে বহু দর্শনার্থীর ভিড় হয়।
চামুণ্ডেশ্বরী মন্দির, কর্নাটক (Chamundeshwari Temple, Karnataka):
মাইসোরের চামুণ্ডি পাহাড়ের এই মন্দিরে মা দুর্গার এক জ্বালাময়ী রূপের পুজো হয়, বসন্ত নবরাত্রি খুবই পবিত্র সময়।