শেষ আপডেট: 15th October 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: পায়ে পড়ি বাঘ মামা, কোরো নাকো রাগ মামা...। বাঘের সঙ্গে মানুষের সম্পর্ক মূলত ভয়-ভীতির। এই গান শুনেই তা স্পষ্ট। কিন্তু ভয় পেলে কী হবে বাঘ দেখার উচ্ছ্বাসে ভাটা পড়ে না। চিড়িয়াখানা তো রয়েছেই। বাঘ দেখতে মানুষ সাফারিতেও যায় আজকাল। খাঁচার বদলে স্বাভাবিকভাবে তাদের চলাফেরা দেখার মধ্যে একটা আলাদা ভাললাগা কাজ করে। পশুদের নিজেদের জায়গায় থাকতে দিয়ে, নিজেকে খাঁচাবন্দি করে সাফারি করার মধ্যে আনন্দ আছে। এই সাফারিই হতে পারে যেকারও ট্রাভেল ডেস্টিনেশনও।
ভারতের এমন অনেক জায়গা আছে, যেখানে জঙ্গল সাফারি হয় এবং তা বিশ্বের মধ্যেও সেরা। আজকাল সোশ্যাল মিডিয়ার বাজারে শুধু না, এই সব সাফারি বেশ পুরনো। বহু গল্পে, লেখায় বা সিনেমাতেও এই সব সাফারির উল্লেখ রয়েছে।
রানথাম্বোর ন্যাশনাল পার্ক (রাজস্থান)
রানথাম্বোর দেশের অন্যতম বড় টাইগার রিসার্ভ সেন্টার। রানথাম্বোর যদি হয় আপনার ট্রাভেল ডেস্টিনেশন। তাহলে টাইগার সাফারির পাশাপাশি বিভিন্ন দূর্গ ও পুরনো দিনের ভাষ্কর্য দেখার সুযোগ মিলবে।
বান্ধবগড় ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ)
এই পার্কে দেশের সবচেয়ে বেশি বাঘ রয়েছে। তাই সাফারি করলে বাঘের দেখা মিলবেই।
কানহা ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ)
বিখ্যাত বই 'দ্য জাঙ্গাল বুক' লেখার পিছনে এই পার্কের অনুপ্রেরণা রয়েছে। ঘন জঙ্গল, সবুজে ঘেরা পরিবেশ সাফারির উপরি পাওনা। এখানে লেপার্ডেরও দেখা মিলতে পারে।
তাডোবা আন্ধারি টাইগার রিসার্ভ (মহারাষ্ট্র)
দেশের সেরা টাইগার রিসার্ভ ও সাফারির ডেস্টিনেশন হল তাডোবা। এখানে ভিড় যে অর্থে থাকে বা। ফলে খুবই শান্তিতে সাফারি করা যায়। বাঘের দেখা তো মেলেই।
সুন্দরবন ন্যাশনাল পার্ক (পশ্চিমবঙ্গ)
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হল এই সুন্দরবন ন্যাশনাল পার্ক। এখানকার ম্যানগ্রোভ ইকোসিস্টেম খুবই জনপ্রিয়। পায়ে হেঁটে সাফারি তো করাই যায়, জলপথেও ঘুরতে ঘুরতে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারের।
জিম কর্বেট ন্যাশনাল পার্ক (উত্তরাখণ্ড)
১৯৩৬ সালে এই পার্ক তৈরি হয়। বহু গল্পে, সিনেমায় এর উল্লেখ রয়েছে। শুধু বাঘের দেখা মিলবে এমন না। এখানে এলে হাতি ও লেপার্ডেরও দেখা মিলতে পারে।
পেঞ্চ ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ)
'দ্য জঙ্গল বুক' সবার কাছেই পরিচিত। এই লেখার পিছনে অনুপ্রেরণা পেঞ্চ ন্যাশনাল পার্ক বা পেঞ্চ জাতীয় উদ্যান। শুধু বাঘ দেখা যাবে এখানে এমন না। এখানকার সবুজে ঘেরা পরিবেশ, জঙ্গল, পাখিদের ডাক সবই মুগ্ধ করবে। বাঘ ছাড়া লেপার্ডেরও দেখা মিলতে পারে।
পান্না ন্যাশনাল পার্ক (মধ্যপ্রদেশ)
শুধু বাঘের দেখা মিলবে এখানে তেমন না।
ঝরনা, গাছপালা ও নদীতে কুমীরের দর্শনও হতে পারে। এই পার্ক সম্প্রতি ঢেলে সাজানো হয়েছে এবং বর্তমানে পর্যটকদের জন্য খোলা রয়েছে।