১৪টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত কাদামাক্কুডি এমন এক জায়গা, যেখানে এখনও ছুঁতে পারেনি বাণিজ্যিক পর্যটনের কোলাহল।
ফাইল ছবি
শেষ আপডেট: 6 July 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: কেরলের কোচি থেকে মাত্র কয়েক মিনিট দূরে রয়েছে এক স্বপ্নের জগৎ। অনেকেরই অচেনা কিন্তু অনবদ্য গ্রাম — কাদামাক্কুডি (Kadamakkudy)। চোখে না দেখলে বিশ্বাস হবে না, এমন সুন্দর গ্রামের অস্তিত্ব রয়েছে ভারতেই। ১৪টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত কাদামাক্কুডি এমন এক জায়গা, যেখানে এখনও ছুঁতে পারেনি বাণিজ্যিক পর্যটনের কোলাহল। কেরলের প্রাণ, অথচ নিঃশব্দ — এই দ্বীপপুঞ্জ সত্যিই ব্যতিক্রমী।
ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম পরিচিত নাম আনন্দ মাহিন্দ্রা (Ananda Mahindra)। তাঁর 'বাকেট লিস্টেও' রয়েছে এই জায়গা। সোশ্যাল মিডিয়ায় তিনি গ্রামের এক ভিডিও পোস্ট করে লিখেছেন, 'পৃথিবীর অন্যতম সুন্দর গ্রাম কাদামাক্কুডি। আমার বাকেট লিস্টে রয়েছে। কোচিতে একটা বিজনেস ট্রিপে যাব ডিসেম্বরে। সেখান থেকে এই জায়গা মাত্র আধ ঘণ্টা দূরে...'
Kadamakkudy in Kerala.
Often listed amongst the most beautiful villages on earth…
On my bucket list for this December, since I’m scheduled to be on a business trip to Kochi, which is just a half hour away…#SundayWanderer pic.twitter.com/cQccgPHrv9— anand mahindra (@anandmahindra) July 6, 2025
কেন কাদামাক্কুডি আলাদা
দ্বীপ জীবনের অনাবিল স্বাদ: এখানে গ্ল্যামার নেই, ব্যস্ততা নেই, আছে শুধুই প্রকৃতির ছোঁয়া। কাদামাক্কুডির ১৪টি দ্বীপ একত্রে তৈরি করেছে কেরলের এক নির্জন, গ্রামীণ, অথচ গভীরভাবে প্রাসঙ্গিক ছবি। যারা আসেন, ফিরে যান এক অন্য অভিজ্ঞতা নিয়ে।
ছবির মতো দৃশ্যপট: ডিসেম্বরে কেরলের প্রাকৃতিক দৃশ্য ফোটোফ্রেমে বন্দি করার জন্য পারফেক্ট। আকাশ প্রতিফলিত হয় জলমগ্ন ধানক্ষেতে — প্রতিটি মুহূর্ত পর্যটকদের মনে গেঁথে যাওয়ার মতো। যারা এখানে আসেন, তারা পর্যটক নন, বরং সাক্ষী হয়ে থাকেন জীবনের। মাঠে কৃষক, বাইসাইকেলে ছুটে চলা স্কুলপড়ুয়া, হাঁসেদের ঝাঁক, জলজমিতে গরুর গাড়ি... এই গ্রাম ফুটিয়ে তোলে এক স্বপ্নের জগৎকে।
কখন যাবেন:
সেরা সময়: নিঃসন্দেহে ডিসেম্বর। বর্ষা বিদায় নিয়েছে, আর্দ্রতা কম, প্রকৃতি তার সেরা রূপে। অল্পবিস্তর ঠান্ডায় প্রকৃতিও যেন মেজাজে থাকে। তাই ভোর থেকে সন্ধে পর্যন্ত গ্রামের নানা রূপ চোখকে অসম্ভব শান্তি দেয়।
কীভাবে যাবেন:
জায়গাটি সড়কপথে সংযুক্ত। এর্নাকুলাম থেকে ভারাপুঝা যাওয়ার জন্য একটি বাসে যাওয়া যেতে পারে। এসএনডিপি জংশন বাস স্টপে নেমে সেখান থেকে, কাদামাক্কুডিরতে পৌঁছানোর জন্য একটি অটো-রিকশা ভাড়া করা যেতে পারে। বিকল্পভাবে, কোচি বা কাছাকাছি যে কোনও শহর থেকে সরাসরি ট্যাক্সি ভাড়া করা যেতে পারে।