Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরাবনধ ঘিরে উত্তপ্ত খেজুরি, জোড়া মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুরভারতের টার্গেট ১৩৫, ইংল্যান্ডের ছ’উইকেট! আজ রাহুল-পন্থের সামনে টিকে থাকাটাই আসল পরীক্ষামঙ্গলবার পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা, শুরু প্রস্তুতি, অধীর অপেক্ষায় দেশবাসী
Kadamakkudy

পৃথিবীর অন্যতম সুন্দর গ্রাম! ভারতীয় শিল্পপতির 'বাকেট লিস্টেও' রয়েছে ভারতের এই জায়গা

১৪টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত কাদামাক্কুডি এমন এক জায়গা, যেখানে এখনও ছুঁতে পারেনি বাণিজ্যিক পর্যটনের কোলাহল।

পৃথিবীর অন্যতম সুন্দর গ্রাম! ভারতীয় শিল্পপতির 'বাকেট লিস্টেও' রয়েছে ভারতের এই জায়গা

ফাইল ছবি

শেষ আপডেট: 6 July 2025 14:00

দ্য ওয়াল ব্যুরো: কেরলের কোচি থেকে মাত্র কয়েক মিনিট দূরে রয়েছে এক স্বপ্নের জগৎ। অনেকেরই অচেনা কিন্তু অনবদ্য গ্রাম — কাদামাক্কুডি (Kadamakkudy)। চোখে না দেখলে বিশ্বাস হবে না, এমন সুন্দর গ্রামের অস্তিত্ব রয়েছে ভারতেই। ১৪টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত কাদামাক্কুডি এমন এক জায়গা, যেখানে এখনও ছুঁতে পারেনি বাণিজ্যিক পর্যটনের কোলাহল। কেরলের প্রাণ, অথচ নিঃশব্দ — এই দ্বীপপুঞ্জ সত্যিই ব্যতিক্রমী।

ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম পরিচিত নাম আনন্দ মাহিন্দ্রা (Ananda Mahindra)। তাঁর 'বাকেট লিস্টেও' রয়েছে এই জায়গা। সোশ্যাল মিডিয়ায় তিনি গ্রামের এক ভিডিও পোস্ট করে লিখেছেন, 'পৃথিবীর অন্যতম সুন্দর গ্রাম কাদামাক্কুডি। আমার বাকেট লিস্টে রয়েছে। কোচিতে একটা বিজনেস ট্রিপে যাব ডিসেম্বরে। সেখান থেকে এই জায়গা মাত্র আধ ঘণ্টা দূরে...'

কেন কাদামাক্কুডি আলাদা

দ্বীপ জীবনের অনাবিল স্বাদ: এখানে গ্ল্যামার নেই, ব্যস্ততা নেই, আছে শুধুই প্রকৃতির ছোঁয়া। কাদামাক্কুডির ১৪টি দ্বীপ একত্রে তৈরি করেছে কেরলের এক নির্জন, গ্রামীণ, অথচ গভীরভাবে প্রাসঙ্গিক ছবি। যারা আসেন, ফিরে যান এক অন্য অভিজ্ঞতা নিয়ে।

ছবির মতো দৃশ্যপট: ডিসেম্বরে কেরলের প্রাকৃতিক দৃশ্য ফোটোফ্রেমে বন্দি করার জন্য পারফেক্ট। আকাশ প্রতিফলিত হয় জলমগ্ন ধানক্ষেতে — প্রতিটি মুহূর্ত পর্যটকদের মনে গেঁথে যাওয়ার মতো। যারা এখানে আসেন, তারা পর্যটক নন, বরং সাক্ষী হয়ে থাকেন জীবনের। মাঠে কৃষক, বাইসাইকেলে ছুটে চলা স্কুলপড়ুয়া, হাঁসেদের ঝাঁক, জলজমিতে গরুর গাড়ি... এই গ্রাম ফুটিয়ে তোলে এক স্বপ্নের জগৎকে।

কখন যাবেন:

সেরা সময়: নিঃসন্দেহে ডিসেম্বর। বর্ষা বিদায় নিয়েছে, আর্দ্রতা কম, প্রকৃতি তার সেরা রূপে। অল্পবিস্তর ঠান্ডায় প্রকৃতিও যেন মেজাজে থাকে। তাই ভোর থেকে সন্ধে পর্যন্ত গ্রামের নানা রূপ চোখকে অসম্ভব শান্তি দেয়।

কীভাবে যাবেন:

জায়গাটি সড়কপথে সংযুক্ত। এর্নাকুলাম থেকে ভারাপুঝা যাওয়ার জন্য একটি বাসে যাওয়া যেতে পারে। এসএনডিপি জংশন বাস স্টপে নেমে সেখান থেকে, কাদামাক্কুডিরতে পৌঁছানোর জন্য একটি অটো-রিকশা ভাড়া করা যেতে পারে। বিকল্পভাবে, কোচি বা কাছাকাছি যে কোনও শহর থেকে সরাসরি ট্যাক্সি ভাড়া করা যেতে পারে। 


ভিডিও স্টোরি