শেষ আপডেট: 18th October 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: পুজো শেষ, ঘোরাঘুরির মরশুম শুরু। হাতে কম টাকা থাকলে ঘুরে আসতে পারেন শহরের কাছেই এই সব জায়গা থেকে।
কম টাকায় ঘোরা মানেই দিঘা-পুরী? নাহ, আছে আরও অনেক জায়গা। কলকাতা থেকে মাত্র কয়েক মিনিট দূরে।
রায়চক ফেরি ঘাট
যাতায়াতে খরচ কম, গঙ্গার ধারে একান্তে একটু সময় কাটিয়ে আসতে চাইলে পৌঁছে যেতে পারেন রায়চক ফেরি ঘাটে। এখানে রিসর্ট আছে, থাকার জন্য ভাল অপশন।
ডায়মন্ডহারবার
প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান এটি। এখানেও একাধিক রিসর্ট রয়েছে। এক-দুদিন কাটানোর জন্য হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন।
দেউলটি
হাজার টাকারও কম খরচে ঘুরতে চাইলে দেউলটি যেতে পারেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে, এক থেকে দু'দিন কাটানোর জন্য মন্দ নয়।
বাওয়ালি
কলকাতার কাছেই রয়েছে এই জায়গা। খুব কম টাকাতেই ঘুরে আসতে পারেন এখান থেকে। রয়েছে রিসর্ট, একটি রাজবাড়ি ও একটি ফার্মহাউজ। আগে থেকে বুকিং করে যেতে হয়। অনলাইন বুক করা যেতে পারে।
শান্তিনিকেতন
কলকাতার কাছে, যেতে সময় লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। হাতে ৫০০ টাকা থাকলে, হাওড়া বা শিয়ালদহ থেকে একটা ট্রেন ধরলেই পৌঁছে যাওয়া যাবে বোলপুর। সেখান থেকে টোটো ধরে শান্তিনিকেতন।