শেষ আপডেট: 15th December 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: কাজের চাপ, পরিবারের চাপ, দায়িত্ব সব কিছুর ফাঁকেই নিজেকে সময় দিতে ঘুরতে যাওয়া মাস্ট। মানসিক স্বাস্থ্যের জন্যও ঘুরতে যাওয়া বা হাওয়া পরিবর্তন ম্যাজিকের মতো কাজ করে। কোথাও থেকে ঘুরে এলে যে এনার্জি পাওয়া যায়, তা দিয়ে বেশ কিছু মাস জমিয়ে কাজ করা যায়। সেজন্য সারাদিনের ব্যস্ততার মাঝে ঘুরতে যাওয়ার জায়গা স্ক্রোল করতে ভোলেন না কেউই। ২০২৪-এ কোন কোন ট্রাভেল ডেস্টিনেশন ছিল ভারতীয়দের কাছে সবচেয়ে জনপ্রিয়? কোনগুলোই বা উঠে এসেছে গুগলের মোস্ট সার্চে? দেখে নেওয়া যাক।
ভারতীয়রা ২০২৪-এ এই জায়গাগুলি সবচেয়ে বেশি খুঁজেছেন গুগলে গিয়ে-
আজারবাইজান
২০২৪-এ ভারতীয়দের মোস্ট সার্চড ট্রাভেল ডেস্টিনেশন হল আজারবাইজান। উইরেশিয়ার রাইসিং স্টার বলা যায় এই ডেস্টিনেশনকে। খুব বেশিদিন হয়নি জনপ্রিয় হয়েছে। কিন্তু এখন বহু মানুষ আজারবাইজান যাচ্ছেন। কম খরচে বিদেশ ঘোরার হাতছানি দিচ্ছে এই জায়গা।
বালি
এই জায়গা খুব একটা নতুন নয়। বালি প্রতিবছর বহু ভারতীয় যান। এই 'আইল্যান্ড অফ গড' এবারে ভারতীয়দের গুগলের মোস্ট সার্চের তালিকায় দ্বিতীয়। মূলত হানিমুন করতেই যান লোকজন এখানে। কিন্তু বর্তমানে জেন জেড-এর কাছেও খুব জনপ্রিয় এই এলাকা।
মানালি
রিলে ভাইরাল মানালি প্রায় ২-৩ বছর ধরে। রিয়েলেও কিছু কম নয়। প্রতিবছর হিমাচল প্রদেশের এই বিখ্যাত জায়গায় বহু মানুষ যান। আজকাল তো রিল বানাতেও অনেকে পৌঁছে যান। অনেকে বাঙালি সেখানে হোমস্টে লিজ নিয়েও থাকেন। এই জায়গা নিয়ে ভারতীয়রা সবচেয়ে বেশি সার্চ করেছে ২০২৪-এ। এটি সেই তালিকা অনুযায়ী তৃতীয়তে রয়েছে।
কাজাখাস্থান
মধ্য এশিয়ার দেশ নিয়ে পর্যটকদের মধ্যে তেমন মাতামাতি ছিল না। কিন্তু অদ্ভুত ভাবে ২০২৪-এ এটা মোস্ট সার্চড ট্রাভেল ডেস্টিনেশনের তালিকায় উঠে আসে। ভারতীয়রা এখানে ঘুরতে গেলে ১৪ দিনের ফ্রি ট্রাভেল ভিসা পেতে পারেন।
জয়পুর
দেশের এই পিঙ্ক সিটি গুগলে মোস্ট সার্চের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। আমের ফোর্ট থেকে হাওয়া মহল, সিটি প্যালেস, জয়পুরে ঘুরে দেখার জায়গা একাধিক।
জর্জিয়া
ইউরোপ ও এশিয়ার মধ্যে পড়ে এই জায়গা। এখানে যেতে গেলে ই-ভিসা পেতে পারেন ভারতীয়রা।
মালয়েশিয়া
বালির মতো মালয়েশিয়াও খুবই জনপ্রিয়। বহু ভারতীয় এই জায়গায় যায় প্রতি বছর। বন্ধুদের সঙ্গে তো বটেই, পরিবার নিয়েও ঘুরে আসতে পারেন মালয়েশিয়া। গুগলের মোস্ট সার্চে সপ্তমে রয়েছে এই ডেস্টিনেশন।
অযোধ্যা
২০২৪-এর শুরুতে উদ্বোধন হয় রাম মন্দিরের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম বিখ্যাত এই পুণ্যস্থান। উদ্বোধনের শুরুতে বহু মানুষ যান অযোধ্যা। প্রতিদিনও বহু মানুষের সমাগম হয়। অযোধ্যা আট নম্বরে রয়েছে।
কাশ্মীর
ভারতের সুইৎজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। তালিকায় নয় নম্বরে আছে। নভেম্বর থেকে মার্চ, কাশ্মীর যাওয়ার সেরা সময়। বছর তো পাবেনই সঙ্গে অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন।
সাউথ গোয়া
গোয়া তো জনপ্রিয় বহু দিন থেকে। সাউথ গোয়া বর্তমানে মোস্ট সার্চের তালিকায় উঠে এসেছে। রয়েছে ১০ নম্বরে। ক্যাফে, শান্ত পরিবেশ, সুন্দর রেস্তরাঁ ও সমুদ্র উপভোগ করতে আপনিও পৌঁছে যেতে পারেন সাউথ গোয়া।