শেষ আপডেট: 23rd March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড পরীক্ষার (Board examination) মরশুম শেষের দিকে। মন তো উড়ুউড়ু হওয়ারই কথা। ঘুরতে যেতে ইচ্ছে করছে কোথাও, এদিকে বাজেটফ্রেন্ডলি (Budget-friendly) হবে এমন জায়গা হওয়া চাই। সমুদ্রসৈকত (Beach) হোক বা পাহাড় (Hills), ঐতিহাসিক জায়গা (Historical place) হোক বা স্পিরিচুয়াল প্লেস (Spiritual place), সব রকম ইচ্ছের কথা মাথায় রেখে আপনার জন্য রইল একগুচ্ছ হলিডে ডেস্টিনেশনের (Holiday destination) খোঁজ।
উটি, তামিলনাড়ু (Ooty, Tamil Nadu):
নৈসর্গের বুকে কিছুক্ষণ শান্তি চাইলে উটি আপনার পছন্দ হবেই। ঘুরে দেখতে পারেন টি ফ্যাক্টরি, থ্রেড গার্ডেন, মুরুগান টেম্পল। মনোরম পরিবেশে মন ফুরফুরে হয়ে যাবে নিঃসন্দেহে।
হাম্পি, কর্নাটক (Hampi, Karnataka):
হাম্পিতে রয়েছে রুইনস, মন্দির, বোল্ডারঘেরা ল্যান্ডস্কেপ। স্থানীয় খাবার চেখে দেখতে পারেন, কম দামে ভাল থাকার জায়গাও রয়েছে প্রচুর।
বারাণসী, উত্তরপ্রদেশ (Varanasi, Uttar Pradesh):
বারাণসী মানেই গঙ্গার ঘাটের ধারে বাজেটফ্রেন্ডলি থাকার জায়গা আর অসাধারণ সব স্ট্রিটফুডের সম্ভার। প্রচুর গলি, মন্দির আর সন্ধেবেলা গঙ্গার ঘাটে আরতি। স্পিরিচুয়ালিটিতে মনের শান্তি খোঁজেন যাঁর, তাঁদের জন্য আদর্শ এই জায়গা বারাণসী।
পুষ্কর, রাজস্থান (Pushkar, Rajasthan):
শীতকালের মতো এই সময়ে পুষ্করে তেমন ভিড় হয় না। লেক, মরুভূমির ল্যান্ডস্কেপের সঙ্গে শপিংয়ের জন্য দারুণ মার্কেট ছড়িয়ে রয়েছে পুষ্করে।
গোয়া, মহারাষ্ট্র (Goa, Maharashtra):
মার্চ মাসের শেষ, এপ্রিলের শুরুতেও মোটামুটি অফ সিজন চলে গোয়াতে। চটজলদি ব্যাগ প্যাক করে যদি বেরিয়ে পড়তে পারেন তাহলে এপ্রিলের শুরুর দিকেও অত ভিড় পাবেন না, মনের সাধ মিটিয়ে বিচে সময় কাটাতে পারবেন। হোটেল, ফ্লাইটের দামেও অত ছ্যাঁকা লাগবে না পকেটে।
হৃষীকেশ, উত্তরাখণ্ড (Hrishikesh, Uttarakhand):
আপনি স্পিরিচুয়ালিটি খুঁজছেন, আপনার সঙ্গী আবার চাইছেন অ্যাডভেঞ্চার। বাজেটফ্রেন্ডলি ট্রাভেলস্পট হতে পারে হৃষীকেশ। পছন্দ অনুযায়ী কোনও আশ্রম খুঁজে নিয়ে থাকতে পারেন, ফ্রি যোগা সেশনও পেতে পারেন। তার সঙ্গে জুড়ি হতে পারে ব়্যাফটিং ও হাইকিং।
আলেপ্পি, কেরল:
কেরলের বিখ্যাত ব্যাকওয়াটার, কাহনু রাইড মিলিয়ে হলিডে একদম সর্টেড। দেখেশুনে ভাল হোটেল বুক করুন।
পণ্ডিচেরী, তামিলনাড়ু (Pondicherry, Tamil Nadu) :
বাজেটের মধ্যে কোনও ঐতিহাসিক স্থানের জন্য মনকেমন করলে বেছে নিতে পারেন পণ্ডিচেরী। অসংখ্য পকেটফ্রেন্ডলি ক্যাফে, বিচ, সুন্দর সুন্দর রাস্তা দিয়ে সাজানো ফ্রেঞ্চ প্রভাবিত এই বিচশহর আপনার পছন্দ হবেই।
গোকর্ণ, কর্নাটক (Gokarna, Karnataka):
গোয়া যেতে মন চাইছে না, কিন্তু ওরকম কিছুই চাইছেন। সেক্ষেত্রে গোকর্ণ কিন্তু গোয়ার থেকেও আরও বাজেটফ্রেন্ডলি আর ভাল অপশন হতে পারে আপনার জন্য। বিচের ধারে ভাল দেখে কটেজ বা হোস্টেল বেছে নিয়ে সুন্দর কাটতে পারে আপনার ছুটির দিনগুলো।
ভার্কালা, কেরালা (Varkala, Kerala):
আরবসাগরের তীরে পাম গাছ দিয়ে ঘেরা লাল পাহাড়ের এই শহরে আপনার কিছুদিন ভালই কাটবে। ভার্কালাতে কম দামে বাজেটফ্রেন্ডলি থাকার জায়গাও পেয়ে যাবেন।