
দ্য ওয়াল ব্যুরো: চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা!
না, সেই ঘন এক ঢাল চুল এখন আর ক’জনের মাথায়! সব চুল ঝরে মাটিতে। আবহাওয়া আর দূষণের কারণে চুল উঠে যেতে যেতে ইদানীং একেবারে টাক পড়ে যাচ্ছে বেশিরভাগেরই। চটজলদি প্রতিকার খুঁজছেন সবাই। তাই রমরমিয়ে বাড়ছে পরচুলার বাজার (wig)।
চুল ওঠা যে হারে বাড়ছে তাতে ঘরে ঘরে ক’গাছা ম্যাচিং চুল মজুত না রাখলেই যে নয়। তাছাড়া উৎসব-পার্বণে সাজগোজের সময় নারী পুরুষ সকলেই ঘন চুলে স্টাইল করতে চান। কিন্তু নিজের চুল না থাকলে তখন ভরসা সেই নকল ক’গাছাই।
হাওড়ার উলুবেড়িয়া, রাজাপুর, বাণীবন এলাকায় এখন অনেক মানুষের রুটিরুজি সেই পরচুলার ওপরই দাঁড়িয়ে।
দেখুন ভিডিও
বিভিন্ন এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে মাথা থেকে উঠে যাওয়া চুল সংগ্রহ করে আনেন তাঁরা, সেই দিয়েই নতুন করে পরচুলা বানান। যেগুলো মাথায় দিয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন অনেকেই। এভাবেই চলছে চুলের আবর্তন, এক মাথা থেকে অন্য মাথায়। সেইসঙ্গে জীবিকারও দিশা দেখাচ্ছে পরচুলা।