
দ্য ওয়াল ব্যুরো: আপনি কি সেইসব ভ্রমণপিপাসু বাঙালিদের মধ্যে একজন, যাঁরা দেশের সীমানা পেরিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা সযত্নে লালন করেন মনের কোণে? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। বিদেশে থাকার জন্য সাধারণত ভিসা বাধ্যতামূলক হলেও এমন কয়েকটি দেশ রয়েছে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেবে তো বটেই, উপরি পাওনা হল, ভিসা ছাড়াই এই দেশগুলিতে ঘুরতে যাওয়া সম্ভব (travel destination without visa)। প্রয়োজন শুধুমাত্র বৈধ ভারতীয় পাসপোর্ট এবং দিনকয়েকের ছুটি, ব্যস (tour plan)।
১. ভুটান: ভারতের এই প্রতিবেশী দেশে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়। শর্ত একটাই, সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত থাকতে পারবেন। তার বেশিদিনের ট্যুর হলে ভিসা জরুরি।
২. নেপাল: হঠাৎ করেই কয়েকদিনের ছুটি পেয়ে গেছেন? তাহলে খুব বেশি না ভেবে ব্যাগ গুছিয়ে টুক করে চলে যেতে পারেন নেপালে। জঙ্গলের মাঝখান দিয়ে পায়ে হেঁটে তুষারাবৃত পাহাড়ের সৌন্দর্য চাক্ষুষ করতে পারবেন, ভিসা ছাড়াই।
৩. জামাইকা: ভিসা ছাড়াই ঘুরে আসার সুযোগ রয়েছে এই দেশে। একবার সেখানে পা রাখলে দুহাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাবে পাহাড়, জঙ্গল, সমুদ্র। পর্যটকদের সুবিধার্থে জামাইকায় একাধিক বিলাসবহুল হোটেল রিসোর্ট এবং রেস্তোরাঁ রয়েছে।
৪. ফিজি: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় ৩০০টি দ্বীপের সমষ্টি নিয়ে গড়ে উঠেছে রিপাবলিক অফ ফিজি। ওশিয়নিয়া মহাদেশের অন্তর্গত ফিজিতে কোনও ভিসা ছাড়াই সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত থাকার সুবিধা রয়েছে। ফিজিতে স্বচ্ছ জলের তলায় প্রবাল প্রাচীর একবার দেখলে তা আজীবন রয়ে যাবে স্মৃতিতে।
৫. বার্বাডোজ: আপনি ভারতীয় নাগরিক হলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত বার্বাডোজে ঘুরে আসতে পারেন ভিসার ঝামেলা ছাড়াই। সমুদ্র সৈকতের সফেন বালিতে একবার হাঁটলে ফিরতে মন চাইবে না কিছুতেই। তবে না চাইলেও ফিরতে যে হবেই! কারণ বিনা ভিসায় সেদেশে থাকার সর্বোচ্চ মেয়াদ ৯০ দিন।
৬. কাজাখস্তান: হাতে মাত্র ২ সপ্তাহ ছুটি থাকলেই হবে। কাজাখস্থানের অপরূপ ভূপ্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য দেখতে চাইলে ভিসা জরুরি নয় একেবারেই।
৭. মরিশাস: সমুদ্র ভালবাসলে মরিশাস আপনার গন্তব্য হতেই পারে। এটি পর্যটকদের অত্যন্ত পছন্দের একটি ভ্রমণস্থল। ভিসা ছাড়া ৯০ দিন পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি রয়েছে।
ডুয়ার্সের জঙ্গলে পাকা দোতলা বাড়ি! জানতে পেরেই ভেঙে দিল বন দফতর