শেষ আপডেট: 11th December 2023 23:37
দ্য ওয়াল ব্যুরো: ফোনে ২৪ জিবি র্যাম! কী অবাক হলেন? অবাক করার মতো শুনতে লাগলেও ASUS তাদের নতুন মডেলে এমনই ফিচার্স অফার করতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর!
ASUS ROG Phone 8 সিরিজের তিনটে মডেল লঞ্চ করতে চলেছে কোম্পানি। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই নতুন সিরিজের ঝলক দেখা গেছে। আভাস মিলেছে কেমন দেখতে হতে চলেছে এই সিরিজের মডেলগুলি।
বলা হচ্ছে, গেমিং প্রিয় গ্রাহকদের কথা মাথায় রেখেই ASUS এই সিরিজ ডিজাইন করেছে। টিজারে তাইওয়ান কোম্পানিটি ট্যাগলাইন হিসেবে ব্যবহার করেছে 'Beyond Gaming'।
Beyond Gaming.#ROG#ROGPhone8 pic.twitter.com/4TuAbIIZYO
— ROG Global (@ASUS_ROG) December 8, 2023
সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, ASUS ROG Phone 8 সিরিজের আওতায় তিনটি মডেল আসছে। Asus ROG Phone 8 লাইনআপে স্ট্যান্ডার্ড, Pro এবং Ultimate নামে তিনটি ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত AI2401_A এবং AI2401_D নম্বর যুক্ত দুই মডেল সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যাচ্ছে, নতুন সিরিজে Snapdragon 8 Gen 3 চিপসেট থাকবে। এছাড়াও আরওজি UI ভিত্তিক Android 14 সাপোর্ট করবে এতে।
এবার আসা যাক ফোনের আরও কিছু স্পেসিফিকেশনের কথায়। ASUS ROG Phone 8 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে থাকতে পারে ১৬ জিবি র্যাম। অন্যদিকে, আল্টিমেট মডেলটিতে থাকবে ২৪ জিবি র্যাম। স্টোরেজ ১২৮ জিবি থেকে শুরু হবে। এক্ষেত্রেও আরও কয়েকটি ভেরিয়েন্ট থাকতে পারে। এছাড়াও ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যাক আপ থাকার সম্ভাবনা প্রবল।