
দ্য ওয়াল ব্যুরো: তানিশকের মিয়া কালেকশন মহিলাদের জন্য নিয়ে এল ‘সোয়্যা উইথ মি’। ফ্যাশনেবল জুয়েলারির এই ব্র্যান্ড আজকের আধুনিকাদের ব্যক্তিত্বের সঙ্গে অত্যন্ত মানানসই।আলট্রা মডার্ন ফেস্টিভ এই কালেকশনে ম্যাট এবং সাইনিং দুরকম জুয়েলারিরই রয়েছে আশ্চর্য কম্বিনেশন। ডায়মন্ড গোল্ডের কারিকুরিতে তৈরি হাল ফ্যাশনের এই জুয়েলারিই হতে পারে মহিলাদের আধুনিক ডিজাইনের সিলোওয়েটসের সঙ্গে সম্পৃক্ত। এই কালেকশনে কোথাও একটা ডান্স মুভমেন্ট রয়েছে। নাচের ছন্দ মূর্ত হয়ে উঠেছে গলার চেন থেকে শুরু করে ইয়ার রিং, পেন্ডেন্ট সবেতেই।
১৬৬৬৯ টাকা থেকে দামের রেঞ্জ শুরু। ফেস্টিভ সিজনে এই কালেকশন অনায়াসে হতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট। প্রতিটি কালেকশনই এক্সক্লুসিভ। কনটেম্পোরারি, স্মার্ট, ট্রেন্ডি। অর্থাৎ এককথায় এই কালেকশন হতে পারে আপনার জন্য এক্কেবারে আপ টু দ্য মার্ক। তবে আর দেরি না করে মিয়ার আউটলেটে পারলে আজই একবার ঢুঁ মারুন। নিজের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন ‘মিয়া’র এই নতুন কালেকশন।