
চৈতালি দত্ত
গরমের দাবদাহে যখন মানুষ অতীষ্ঠ ঠিক সেইসময় একটু প্রশান্তি পেতে বিভিন্ন রেস্তোরাঁ নিয়ে এল সামার মেনু, যা শুধু যে সহজপাচ্য তা কিন্তু নয় মুখরোচক এবং উপাদেয়ও বটে (Summer Special)। চলুন দেখা যাক কোন রেস্তোরাঁয় কী ধরনের সামার স্পেশাল মেনু মিলবে।
বুনাফিল
ক্লাসিক কোল্ড কফি, পিনাট বাটার ব্লেন্ড ,অরেঞ্জ কুলার, ম্যাঙ্গো অ্যান্ড কফি, রিফ্রেশিং ওয়াটার মেলন, কোল্ড ফ্রুট স্যালাড, গ্রিলড দই ভেটকি ,স্টিমড ক্রিমি সর্ষে চিংড়ি, মটন কিমা রোল, বেলজিয়ান ওয়াফেল উইথ রাবরি, ক্যারামেল অ্যাফোগাতো ইত্যাদি যা আলা কার্টে লাঞ্চ, ডিনারে মিলবে (Summer Special)।

খরচ কমপক্ষে ৫০০ +করে (২ জন)।
যোগাযোগ ৯০৫১৪৮৮৫৪৮।
মাংকি বার
কলকাতা, মুম্বই ,দিল্লি, চেন্নাই এই চারটে আউটলেটে ১৯ জুন পর্যন্ত সামার মেনু পাওয়া যাবে । উল্লেখযোগ্য পদ পেপার চিকেন রেড্ডি,শুদ্ধ দেশি ট্যাকোস, প্রাইড অফ মালদা, শি’স মিন দ্যাট ওয়ে ইত্যাদি যা আলা কার্টে মিলবে।

খরচ: কমপক্ষে অ্যালকোহল সমেত ২০০০ টাকা+ করে (২ জন)। তবে অ্যালকোহল ছাড়া খরচ পড়বে ১৪০০ টাকা +করে (২ জন)।
যোগাযোগ +৯১৮৪২০৩০৯৮১৩।
বার্মা বার্মা
এখানে মূলত বার্মিজ ক্যুইজিন পাওয়া যায়। এঁরা গরমে সামার স্মল প্লেটস মেনু লঞ্চ করেছে। স্টিমড রাইস পেপার পার্সেলস, ট্যারো শেলস উইথ স্পাইসড ব্ল্যাক বিনস, স্পাইসড জ্যাক মিট বলস ইত্যাদি আলা কার্টে মিলবে (Summer Special)।
খরচ ১৫০০ টাকা + কর (২ জন)।

যোগাযোগ ৭৫০৬০৬১৪৬০।
রং দে বাসন্তী ধাবা
নিয়মিত মেনুর পাশাপাশি এঁদের তিনটে আউটলেটে ৩০ জুন পর্যন্ত আলা কার্টে সামার স্পেশাল আইটেম পাওয়া যাবে। উল্লেখযোগ্য হান্ডি কারি চাওল, হান্ডি মুরগির ঝোল চাওল, ম্যাংগো লস্যি ।

খরচ কমপক্ষে ৭৫০ টাকা +করে (২ জন)।
যোগাযোগ ৮৩৩৬৮০০০৯৮।
ইয়ায়ুচা
ওক টোস্টড প্রনস উইথ লেমন গ্রাস অ্যান্ড চিলি ,স্টিক ফ্রাই টফু অ্যান্ড ভেজিটেবলস ইন সিসেম অ্যান্ড জিঞ্জার, গন্ধরাজ আইসক্রিম ইত্যাদি ছাড়াও রয়েছে রকমারি স্বাদের ককটেল।

খরচ ২০০০+ করে (২ জন)
যোগাযোগ ০৯২২২২২২৮০০।
লা ম্যাকারিও কাফে
হ্যাপি সামার স্যালাড, স্পাইসি ম্যাংগো সুশি রোল, ম্যাংগো চিজ কেক, ভ্যানিলা অ্যান্ড মিক্স বেরিস আইসক্রিম, ম্যাংগো চিজ কেক ইত্যাদি সামার মেনু ছাড়াও রয়েছে সামার ড্রিংস যা ১৫ জুন পর্যন্ত মিলবে।

খরচ ১১০০ টাকা +কর (২ জন)।
যোগাযোগ +৯১৭৪৩৯০৯৩২৯৪।