
গয়নার বিকল্পও হতে পারে সিঁদুর (Sindoor Fashion)! শুনে আশ্চর্য কথা মনে হচ্ছে তো? অবাক হওয়ার কিছু নেই। মেকআপ আর্টিস্টের হাতের জাদুতে সিঁদুরে আঁকা (Sindoor Fashion) আলপনা (Design) হয়ে উঠতে পারে সিঁথি ময়ূর বা টিকলির বিকল্প (Ornaments)!
কী করে ?
কথা হচ্ছিল এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার গৌরী বোসের (Gouri Bose) সঙ্গে। গৌরী সারা পৃথিবী ঘুরে বডি আর্টের ওয়ার্কশপ ও সেমিনার অ্যাটেন্ড করেছেন। গৌরী বললেন, যখন যেখানে গেছি সেই দেশের শিল্প-সংস্কৃতিকে কাছ থেকে দেখেছি এবং কী করে সেই শিল্পকে আমাদের দেশের মতো করে ব্যবহার করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করেছি। বডি আর্ট তার মধ্যে একটা।শুনে অবাক লাগল। জিজ্ঞেস করলাম, বডি আর্ট মানে কি ট্যাটুর কথা বলছেন?
গৌরী হেসে বললেন , দুটো সম্পূর্ণ আলাদা। ট্যাটুতে নিডল দিয়ে কালার স্কিনের নীচে পুশ করে ডিজাইন করা হয়। আর বডি আর্টে রঙ তুলি দিয়ে ত্বকের ওপর আঁকা হয় নকশা।
কপালের ক্যানভাসে সিঁদুরের (Sindoor Fashion) নকশা
বডি পেন্টিংয়ে ত্বকই ক্যানভাস। গৌরী ফুল বডি আর্ট করতে দেখেছেন শিল্পের পীঠস্থান ও ফ্যাশনের রাজধানী প্যারিসে। সেখানে ফুল বডি পেন্টিং পোশাকের বিকল্প হয়ে উঠেছে। আবার দেখেছেন, অনেকে নেকলাইনে পেন্ডেন্ট বা রিস্টে ব্যান্ডের মতো ডিজাইনে পেন্টিং করাচ্ছেন। সেটা দেখেই তাঁর মাথায় এসেছিল, লিকুইড সিঁদুর দিয়ে বডি পেন্টিং করার কথা। সিঁথির নীচে কপালের ওপর দিকে এমন ডিজাইনে সিঁদুর পরাতে হবে যা জুয়েলারির এফেক্ট আনবে, এমনটাই ভেবেছিলেন গৌরী।
কনের সাজে সিঁদুরের টিকলি না সিঁথির ময়ূর (Sindoor Fashion)!
আজকাল অনেকেই সিঁথির ঠিক শুরুতে লিকুইড সিঁদুর দিয়ে ছোট্ট একটা রেখা টানেন। সেই রেখাটাকে একটু ইলাবরেট করে সাজিয়ে দিলেই তাতে একটা জুয়েলারির এফেক্ট আসবে। লাল বা মেরুন লিকুইড সিঁদুরের সঙ্গে গোল্ডেন কালারের টাচ দিলে কপালে টিকলি মনে হবে। আবার মাঝখানে সিঁথি করে চুল বেঁধে সিঁথির ধার বরাবর কপালের দু’দিকে খুব সূক্ষ্ম ডিজাইনে সরু তুলির টানে লিকুইড সিঁদুর দিয়ে এঁকে তাতে গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করলে খুব ভাল দেখাবে। সিঁথি ময়ূর পরলে যেমন দেখায়, অনেকটা সেই রকম। বেনারসির সঙ্গে রং মিলিয়ে লিকুইড সিঁদুরের রঙ বাছবেন। আর কন্ট্রাস্ট বর্ডার বা বুটি থাকলে সিঁদুরের সঙ্গে সেই রঙের মিনা নকশাও করতে পারেন।
পার্টিতে সিঁদুরের সঙ্গে (Sindoor Fashion) স্টোনের মিক্স ম্যাচ
এ তো গেল বিয়ের কনের জন্য, টিকলি বা সিঁথি ময়ূরের আদলে লিকুইড সিঁদুর দিয়ে পেন্টিংয়ের দিক। আবার পার্টির সাজে অন্যরকম চমক আনতে লিকুইড সিঁদুরের সঙ্গে স্টোনের মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে। সিঁথি থেকে কপালে ছোট্ট করে সিঁদুরের রেখা টেনে তার ঠিক নীচে একটা ছোট্ট ডায়মন্ড স্টোন লাগালে পার্টিতে ঝলমল করবেন আপনি। পার্টিতে শিফন বা ক্রেপ জর্জেট ধরনের শাড়ি পরলে লালের বদলে মেরুন লিকুইড সিঁদুর দিয়ে কারুকাজ করুন, সিঁথির ঠিক নীচে। সঙ্গে স্টোন স্টাড মাস্ট।
ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে সিঁদুরের মোটিফ
পার্টতে শাড়ি না পরে লং ড্রেস বা অন্য কোনও ড্রেস পরলেও কিন্তু সিঁথির নীচে লিকুইড সিঁদুর দিয়ে ছোট্ট করে মোটিফ আঁকতে পারেন। তাতে আপনার সিঁদুর পরার পারপাস যেমন সার্ভড হবে তেমন স্টাইল স্টেটমেন্টও তৈরি হবে। তবে মোটিফ যেন ফ্লোরাল বা আলপনা ধাঁচেরই হয়। ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গে পরছেন বলে জিওমেট্রিক মোটিফ করবেন না। সিঁদুরের সঙ্গে সেটা একেবারেই মানায় না।
রোজের সাজে সিম্পল সিঁদুর আর্ট (Sindoor Fashion)
রোজ কাজে বেরোনোর সময় সকলেরই তাড়াহুড়ো থাকে। তাই লিক্যুইড সিঁদুরের রেখা টেনেই বেরিয়ে পড়তে হয়। আঁকার মতো সময় কই? কিন্তু আঁকতে না পারলেও একটু আলাদা কিছু করা যেতেই পারে। লিকুইড সিঁদুরের স্টিক দিয়ে সিঁথি থেকে কপালে এক লাইনে কয়েকটা বিন্দু করা যেতে পারে বা লম্বা সিঁদুরের রেখার নীচে একটা বিন্দু দিতে পারেন। লুকটাই বদলে যাবে। চটপট কী করা যেতে পারে এবং কোনটা আপনাকে মানাবে সেটা আপনাকেই বুঝে নিতে হবে।