
আর এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি জিপিওর রটন্ডায়ে তাঁর স্মরণে এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের অনন্য প্রয়াস’ সর্বোত্তম- কাল, আজ ও পরশু’ ।
লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ ইন্ডিয়া পোস্ট’ নামে এক বিশেষ প্রচ্ছদ এদিন প্রকাশ করা হয় যা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের ‘ সর্বোত্তম সম্মান’ – এর অংশ বলা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার, বিশিষ্ট চিএ পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী।
জে চারুকেশী প্রথমেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারা আমার কাছে ভীষণ গৌরবের।” সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার। পরিচালক গৌতম ঘোষ বলেন,’ এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে আমি সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।’
বিশিষ্ট সঙ্গীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী আবেগপ্রবন হয়ে বলেন, ‘ বাবার সুরারোপিত অজস্র গানে লতা মঙ্গেশকর কণ্ঠ দিয়েছেন যা কালোত্তীর্ণ। ওঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আজও উজ্জ্বল, যা অল্প কথায় বলা সম্ভব নয়। শ্যামসুন্দর জুয়েলার্সের এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।’
প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহার কথায়, ‘ আমাদের সংস্থা গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’ প্রসঙ্গের রেশ টেনে এদিন সংস্থার অন্য এক অধিকর্তা রূপক সাহা বলেন, পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও ওস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা অনেক আগেই সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা গর্বিত। সত্যি তিনি সর্বোত্তম- কাল, আজ ও পরশু। তিনি কালোত্তীর্ণ। সংস্থার এই হৃদয়স্পর্শী উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ প্রাপ্য।